প্রতিদিনই বাড়ছে করোনা (covid 19) সংক্রমণের সংখ্যা। গোটা বিশ্ব যে করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে, সে সম্পর্কে প্রায় এক প্রকার নিশ্চিত চিকিৎসক মহল। দেশের মধ্যে মহারাষ্ট্রের অবস্থা সবথেকে খারাপ। একের পর এক বলি তারকার আক্রান্তের হওয়ার খবর প্রকাশ্যে আসায় সে চিত্র আরও স্পষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে অনেক তারকাই দেশ ছাড়ছেন। এ বার সেই তালিকায় যোগ হল গৌরি খান (Gauri Khan) এবং আরিয়ান খানের নাম।
পরিস্থিতি সামাল দিতে প্রথমে জনতা কার্ফু পরে লকডাউন ঘোষণা করে মহারাষ্ট্র সরকার। এই পরিস্থিতিতে আলিয়া ভাট, রণবীর কাপুর, সারা আলি খান, জাহ্নবী কাপুরের মতো বহু তারকা ছুটি কাটাতে মালদ্বীপ পাড়ি দেন। গৌরি এবং আরিয়ান গেলেন নিউ ইয়র্ক।
আরও পড়ুন, করোনা ভ্যাকসিন নিলেন বিদীপ্তা, সচেতনতার বার্তা অভিনেত্রীর
বুধবার গভীর রাতে মুম্বই বিমানবন্দরে ফ্রেমবন্দি হন গৌরি এবং আরিয়ান। সূত্রের খবর, তাঁরা নিউ ইয়র্ক রওনা দিয়েছেন। এই মুহূর্তে গৌরি-শাহরুখের কন্যা সুহানা খান নিউ ইয়র্কেই রয়েছেন। সেখানে সদ্য নতুন অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেছেন সুহানা। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করছেন তিনি।
বলি সূত্রে খবর, করোনা আতঙ্কের কারণেই সন্তানদের নিয়ে আপাতত নিউ ইয়র্কে থাকার সিদ্ধান্ত নিয়েছেন গৌরি। তবে বিমানবন্দরে দম্পতির ছোট ছেলে আব্রামকে দেখা যায়নি। এই পরিস্থিতিতে শাহরুখও সকলের সঙ্গে গিয়ে নিউ ইয়র্কে থাকবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে দেশের করোনা পরিস্থিতি প্রতিদিন খারাপ হওয়ার কারণেই বহু তারকা তুলনামূলক নিরাপদ স্থানে গিয়ে থাকার সিদ্ধান্ত নিচ্ছেন। গৌরি-শাহরুখও আগামী বেশ কিছুদিন নিউ ইয়র্কে থাকতে পারেন বলে খবর।