করোনা (covid 19) ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেন অভিনেত্রী (Actress) বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty )। শহরের এক বেসরকারি হাসপাতালে সদ্য করোনার টিকা নেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিজেই এই খবর জানিয়েছেন বিদীপ্তা। পাশাপাশি যাঁরা ভ্যাকসিন নিতে পারবেন, তাঁদের সকলকে ভ্যাকসিন নেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। একই সঙ্গে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলারও পরামর্শ দিয়েছেন অভিনেত্রী।
এই মুহূর্তে টেলিভিশনে ধারাবাহিক ‘রিমলি’তে অভিনয় করছেন বিদীপ্তা। করোনা স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করছেন তাঁরা। কিন্তু টলিউডে একের পর এক তারকার করোনা আক্রান্ত হওয়ার ঘটনা চিন্তা বাড়াচ্ছে। জিৎ, শুভশ্রীর পর করোনা আক্রান্ত হয়েছেন চৈতি ঘোষাল। টালিগঞ্জে অনেকেই উপসর্গ থাকা সত্ত্বেও করোনা পরীক্ষা করানোতে অনীহা দেখাচ্ছেন বলে অভিযোগ করেছিলেন চৈতি।
করোনার টিকা নেওয়ার পরেও আক্রান্ত হয়েছেন জিৎ। বিদীপ্তা ছাড়াও রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়ার মতো শিল্পীরা ভ্যাকসিন নিয়ে সোশ্যাল ওয়ালে নিজেরাই জানিয়েছিলেন। ধারাবাহিকের শুটিং অর্থাৎ প্রতিদিনই কাজ থাকে। এই পরিস্থিতিতেও প্রতিদিন বাড়ির বাইরে বেরতে হচ্ছে বিদীপ্তাকে। বাড়িতে ছোট মেয়ে রয়েছে। প্রবীণ গুরুজনরা রয়েছেন। ফলে সব রকম সাবধানতা নিতে হচ্ছে। করোনার টিকা নিয়ে তাই কিছুটা আশ্বস্ত অভিনেত্রী। তবে টিকা নেওয়ার পরেও চিকিৎসকদের পরামর্শ মতো সব রকম করোনা স্বাস্থ্যবিধি মেনে চলবেন।
আরও পড়ুন, অমিতাভের আর্থিক দুর্দশায় অভিষেককে পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল!
যে হারে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে গোটা বিশ্ব যে করোনার দ্বিতীয় ওয়েভের মুখোমুখি দাঁড়িয়ে তা নিয়ে একপ্রকার নিশ্চিত চিকিৎসকরা। সর্বস্তরে মাস্ক পরা, স্যানিটাইজ করা, সোশ্যাল ডিসট্যান্স বজায় রাখার মতো সাধারণ নিয়ম মেনে চলার পাশাপাশি টিকা নেওয়ার জন্যও উৎসাহিত করছেন চিকিৎসক মহল।