অঙ্কুশের মতে এই ‘প্রভাবশালী’ আসলে কারা? সোজাসাপটা অভিনেতা

Aug 14, 2024 | 7:14 PM

আরজি কর-কাণ্ডে এখনও পর্যন্ত এক জনকেই গ্রেফতার করা হয়েছে। কিন্তু আরজিকরের পড়ুয়া চিকিৎসকদের তরফ থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, এই ঘটনা একার পক্ষে সম্ভব নয়। নৃশংসতা দেখে অনেক চিকিৎসকের দাবি যা ঘটেছে তা গণ নির্যাতনের ঘটনা।

অঙ্কুশের মতে এই প্রভাবশালী আসলে কারা? সোজাসাপটা অভিনেতা
এই 'প্রভাবশালী' আসলে কারা?

Follow Us

আরজি কর-কাণ্ডে এখনও পর্যন্ত এক জনকেই গ্রেফতার করা হয়েছে। কিন্তু আরজিকরের পড়ুয়া চিকিৎসকদের তরফ থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে, এই ঘটনা একার পক্ষে সম্ভব নয়। নৃশংসতা দেখে অনেক চিকিৎসকের দাবি যা ঘটেছে তা গণ নির্যাতনের ঘটনা। উঠছে প্রভাবশালীদের জড়িত থাকার অভিযোগও, যদিও তা এখনও প্রমাণিত নয়। উচ্চ আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। রাস্তা দখলের বার্তা নিয়ে মাঠে নামছেন শহরের মেয়েরা। এ সবের মধ্যেই মুখ খুললেন অভিনেতা অঙ্কুশ।

সামাজিক মাধ্যমে এক বিবৃতি দিয়েছেন তিনি। প্রভাবশালী আসলে কারা? তা নিয়েই চাঁচাছোলা মন্তব্য এবার অভিনেতা অঙ্কুশের। তিনি বলেন, “আশা করব সমাজ এমন জায়গায় না চলে যায় যে একসময় মানুষ হয়ে জন্মানোর জন্যে ঘৃণা বোধ করে। দ্রুত সুবিচারের আশা রাখলাম। মনে রাখবেন যে কোনও মানুষ নিজেকে প্রভাবশালী তখনই মনে করে যখন সামনের মানুষটি দুর্বল হয়ে পড়ে। তাই আর দুর্বল হব না আমরা। আর লক্ষ লক্ষ সাধারণ মানুষ যারা সুবিচারের জন্যে লড়তে জানে, যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জানে তাঁদের থেকে বেশি শক্তিশালী আর প্রভাবশালী আর কেউ হয় না।” তাই অঙ্কুশ চাইছেন , আর থেমে থাকা নয়। তাঁর বার্তা, “কিছু অসুস্থ মানুষদের এই পৃথিবী থেকে সরিয়ে মেয়েদের জন্য এক সুস্থ সমাজ তৈরি করি।”

আরজি কর কাণ্ডের প্রতিবাদের এ দিন রাত জাগবে শহর কলকাতা। শুধু শহর কলকাতাই নয়, সারা রাজ্য জুড়েই হবে প্রতিবাদ। অর্ধেক আকাশ শুধু নয়, সুরক্ষা আর শান্তির দাবিতে পথে নামবেন বাংলার বাঘিনীরা। সঙ্গী হবেন লিঙ্গ-ধর্ম নির্বিশেষে সকলেই।

Next Article