তাঁর হিউমর, তাঁর কমিক সেন্স নিয়ে কেউ কখনও প্রশ্ন তোলেননি। যে কোনও সাক্ষাত্কার হোক কিংবা ছবি অথবা সঞ্চলনা। সর্বক্ষেত্রেই তাঁর কথায় আদ্যোপান্ত কৌতুক রস খুঁজে পান অনেকেই। কথা হচ্ছে অভিনেতা অঙ্কুশ হাজরার। তিনি এখন শুধু অভিনেতা নন প্রযোজকও বটে। আবার এখন তাঁকে কৌতুকশিল্পীও বলা যেতে পারে। কেন? কারণ, তাঁর মুকুটে জুড়তে চলেছে আরও এক নতুন পালক। নিজের চেনা গন্ডি থেকে বেরিয়ে একেবারে নতুন কিছু করতে চলেছেন তিনি।
সেই খবরই ইনস্টাগ্রামে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অঙ্কুশ। কী করবেন? এবার নায়ককে স্ট্যান্ডআপ কমেডি করতে দেখবে গোটা শহর। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টিকিট বিক্রি। কোভিডের সময় এমন অনেক রিল ভিডিয়ো তৈরি করেছিলেন অঙ্কুশ এবং তাঁর প্রেমিকা ঐন্দ্রিলা সেন। সোশ্যাল মিডিয়া থেকে বড় পর্দা সর্বত্র সকলের মন জয় করার পর এবার একটু অন্য ধরনের কিছু করে দেখানোর পালা।
আগামী ২০ ডিসেম্বর কলা মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে অঙ্কুশের শো ‘কলকাতা কমেডি কেত্তন’। দিন কয়েক আগেই অবশ্য গানের মহড়া দিয়ে চমকে দিয়েছিলেন তিনি। এই অনুষ্ঠানের জন্যই কিনা সেই মহড়া, তা অবশ্য জানা যায়নি। শালিমার নিবেদিত ‘বঙ্গ ব্যাঙ্গ’ আয়োজিত ‘কলকাতা কমেডি কেত্তন’-এ অঙ্কুশের সঙ্গে পাল্লা দিয়ে থাকবেন পরিচালক সৌরভ পালোধী, আর জে দেবী, অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত-সহ আরও অনেকে। ইতিমধ্যেই এই শোয়ের অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। রেগুলার টিকিটের দান ৪৯৯ টাকা। আর গোল্ড সেকশনের টিকিটের দাম ৫৯৯ টাকা। উল্লেখ্য, নায়কের এই নতুন কাজ নিয়ে উত্তেজিত তাঁর ভক্তরা। শুক্রবার যে অডিটোরিয়ামের বাইরে বেশ ভিড় জমতে চলেছে তা কিছুটা হলেও আন্দাজ করা যায়।