পকেটে মাত্র ৩৭ টাকা নিয়ে মুম্বই চলে এসেছিলাম: অনুপম খের
সফল হওয়ার পরও তাঁর মা অনুপমকে শুধু একটি কথা বলেছিলেন, সবসময় যেন তাঁর পা মাটিতে থাকে এবং আরও নম্র হয়।
অনুপম খের (Anupam kher) এমন এক প্রবাদপ্রতিম অভিনেতা যিনি বারবার প্রমাণ করেছেন তাঁর অভিনয় দক্ষতা। তাঁর কৃতিত এবং নৈপুন্যতায় তিনি আমাদের দেশকে গৌরবান্বিত করেছেন। তবে আজকের অনুপম হয়ে ওঠায় তাঁর যে কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে গিয়েছে তাঁর শুরুর দিনগুলো। সে সব দিনগুলোয় এখন ধুলো পড়েনি। মনে রেখে দিয়েছেন পুঙ্খানুপুঙ্খভাবে।
View this post on Instagram
সম্প্রতি পুরোনো দিনের গোড়ার কথা সম্পর্কে অনুপম বলেন যে তাঁর বাবা প্রতি মাসে ৯০ টাকা রোজগার করতেন। তাঁর মা নিজের সব গয়না বেচে দিয়েছিলেন যেন, তিনি এবং তাঁর ভাই পড়াশোনা চালিয়ে যেতে পারেন। তিনি আরও বলেন, মাত্র ৩৭ টাকা পকেটে নিয়ে তিনি ফিল্মি কেরিয়ার শুরু করতে মুম্বই চলে আসেন। দিনের পর দিন তিনি প্ল্যাটফর্মে ঘুমিয়েছেন, কিন্তু কক্ষণও তাঁর পরিস্থিতির কথা পরিবারের কাউকেই জানতে দেননি।
View this post on Instagram
এখানেও অনুপম থামেননি, তিনি আরও বলেন, সফল হওয়ার পরও তাঁর মা অনুপমকে শুধু একটি কথা বলেছিলেন, সবসময় যেন তাঁর পা মাটিতে থাকে এবং আরও নম্র হয়। বাবা মারা যাওয়ার পর তিনি মায়ের আরও ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং এক সময়ে মা-ই ছিলেন অনুপমের প্রিয় বন্ধু। যখনই তিনি কোনও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যেতেন, মায়ের সঙ্গে বসে গল্প করতেন। তেমনই এক গল্প করার ভিডিও তিনি ইনস্টাগ্রামে আপলোড করেন এবং তা ভাইরাল হয়ে যায়। পরের দিকে অনুপম মায়ের সঙ্গে কথোপকথন অথবা তাঁর কোনও অভিজ্ঞতার ভিডিও নিয়ে ভিডিও আপলোড করতেন। এখন অনুপমের মা ইনস্টাতে ভীষণ জনপ্রিয়। হ্যাশট্যাগ দুলারিরকস সার্চ করলেই ভুরিভুরি ভিডিও মিলবে।