সদ্যই মা হয়েছেন অনুষ্কা শর্মা। ধীরে ধীরে ফের কাজে ফিরছেন তিনি। একেবারে অন্য ভূমিকায় এবার দেখা যাবে তাঁকে। অভিনয়, প্রযোজনার পাশাপাশি অনুষ্কা নিজে একজন পশুপ্রেমী। এবার পশুদের নিয়ে কাজ করার কথা ভাবছেন তিনি। মুম্বইয়ের বাইরে পশুদের জন্য আশ্রয়স্থল (animal shelter) খুলছেন অনুষ্কা।
পশুদের ভাল-মন্দ নিয়ে সব সময়ই অনুষ্কা ভাবেন। মানুষ এবং পশুদের সম্পর্ক নিয়ে তিনি একবার সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “ মানুষ হয়ে জন্মেছি বলে আমরা সত্যি ভাগ্যবান। আমরা কথা বলতে পারি, আমাদের পরিবার আছে, আমাদের মৌলিক অধিকার আছে, অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে পারি, কিন্তু একবার পশুদের কথা ভাবুন! কীভাবে তারা বাঁচে? কীভাবে তাদের সঙ্গে ব্যবহার করা হয়? মানুষের উচিৎ তাদের পাশে দাঁড়ানো।”
২০১৫ সাল থেকে অনুষ্কা শর্মা নিরামিষাশী। পশুপ্রেমের জন্যই তাঁর এই নিরামিষ আহার। তিনি একবার একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন কীভাবে দলাই লামা তাঁকে উৎসাহ করেছিলেন নিজের জীবনের একটা অংশ পশুদের ভালর জন্য নিয়োজিত করতে। সেই ধারা আজও অব্যাহত।
আরও পড়ুন :সবাই বলত আমায় ছেলেদের মতো দেখতে: অনন্যা পাণ্ডে
এতদিনে অনুষ্কার স্বপ্ন সত্যি হল। তিনি মুম্বইয়ের বাইরে পশুদের জন্য আশ্রয়স্থল খুলছেন। অদূর ভবিষ্যতে পশুদের জন্য একটি হাসপাতাল খোলার পরিকল্পনা আছে তাঁর।
খুব শীঘ্রই অনুষ্কাকে শুটিং ফ্লোরে দেখা যাবে। তাঁর শেষ প্রযোজিত ছবি ‘বুলবুল’ একটি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেছিল।