টলিপাড়ায় যেন বর্তমানে মন ভাঙার মরসুম। মাঝে মধ্যেই নানা সেলিব্রিটির বৈবাহিক জীবনে উঁকি দিচ্ছে ভাঙনের যন্ত্রণা। কারও জল্পনা, কেউ আবার দিচ্ছেন সিলমোহর। কেউ আবার সম্পর্ক ভাঙার নানা অযুহাতকে বুড়ো আঙুল দেখিয়ে চুটিয়ে করছেন সংসার। অপরাজিতা আঢ্য সেই তালিকায় থাকা এক অন্যতম নাম। কেরিয়ারের শুরুতেই নিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত। তবে থেকেই কাজ সংসার দুই সমান তালে সামলে চলছেন অভিনেত্রী। নানা ঝড় ঝাপটা পেড়িয়ে তিনি আজও আছেন, সংসারের ভার কাঁধে নিয়ে দিব্যি সুখে আছেন। এবার বিবাহ বার্ষিকীতে তারই ঝলক মিলল অভিনেত্রীর সোশ্যাল পোস্টে।
বরের সঙ্গে কেক টাকার মুহূর্তে শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘সাতাশটি বসন্ত পেরিয়ে আঠাশে পা। এই বেশ ভাল আছি। আর মজার ব্যাপার হল আমি জীবনের সাতাশটি বসন্ত পেরোনোর পর, আমার দাদা এই প্রথম বসন্তের দিকে পা বাড়ালো। অদ্ভুত ভাবে দাদার বিবাহের দিন ২ রা আগস্ট, আমার ৮, এবং আরও একটা মজার ব্যাপার হল বাবা ১৫ই আগস্টের দিন পরাধীনতা বরণ করে মা কে বিবাহ করেন; আর অগত্যা একজন মানুষ স্বাধীনতা দিবসের দিন পরাধীন হন।’
নাহ, এখানেই শেষ নয়, পাশাপাশি তিনি আরও এক মজার গল্পও শেয়ার করে নিলেন, তা হল তারিখে চমক। লিখলেন, ‘এবছর আবার আরেক অদ্ভুত ঘটনা ঘটছে ২০২২-এ আমার জন্মদিনের সব দুই পড়ে ছিল মানে ২:২:২০২২। আর এবারে বিবাহ বার্ষিকী পড়েছে ৮:৮:২০২৪ মানে ৮:৮:৮। বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক প্রীতি এবং সমবয়সীদের আমার অনেক শুভেচ্ছা; প্রত্যেকে কামনা করবেন আমরা যেন আরও দীর্ঘ পথ পেরিয়ে যেতে পারি আর ঈশ্বর যেন সবসময় আমাদের সঙ্গেই থাকেন।’