ছোট পর্দায় আবার অপরাজিতা! ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ এবার কোন চমক অপেক্ষায়?
ফিনালের বিজয়িনী পাবেন ২ লক্ষ টাকার নগদ পুরস্কার। শুধু খেলা নয়, থাকছে অপরাজিতার নাচের পরিবেশনা—‘আয় আয় কে যাবি’ থেকে ‘ঝুমকা গিরা রে’-র তালে পা মেলাবেন তিনি। অনুষ্ঠানটি দেখা যাবে ৩১ অক্টোবর সন্ধ্যা ৬টায় সান বাংলায়।

জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ এখন ঘরে ঘরে পরিচিত নাম। মহিলাদের স্বনির্ভরতা ও জীবনের নানান লড়াইয়ের গল্প নিয়েই তৈরি এই অনুষ্ঠান ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এর দ্বিতীয় সিজনে। এখন চলছে অক্টোবর মাসের ফিনালে, যেখানে বিশেষ অতিথি হিসেবে হাজির হতে চলেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
ফিনালের মঞ্চে অপরাজিতা বলেন, “এই শো-এ এসে আমি সত্যিই অনুপ্রাণিত। এই সব মা লক্ষ্মীদের জীবনের গল্প শুনে বোঝা যায়, ইচ্ছে থাকলে জীবনে কিছুই অসম্ভব নয়। বিনোদনের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরি করছে এই অনুষ্ঠান। সুদীপ্তা দারুণভাবে এটি পরিচালনা করছে।”
ফিনালের বিজয়িনী পাবেন ২ লক্ষ টাকার নগদ পুরস্কার। শুধু খেলা নয়, থাকছে অপরাজিতার নাচের পরিবেশনা—‘আয় আয় কে যাবি’ থেকে ‘ঝুমকা গিরা রে’-র তালে পা মেলাবেন তিনি। অনুষ্ঠানটি দেখা যাবে ৩১ অক্টোবর সন্ধ্যা ৬টায় সান বাংলায়।
এই শো পাঁচটি রাউন্ডে হয় এবং প্রতিটি পর্বেই প্রতিযোগীদের জন্য থাকে নগদ পুরস্কার। নতুন ফরম্যাটে যুক্ত হয়েছে মজার সব খেলা—‘টাকার খনি’, ‘বল ফেলতে টাকা কুলো’, আর নতুন সংযোজন ‘টাকার গদি’।
সঞ্চালনার দায়িত্বে রয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। তিনি জানিয়েছেন, এই শো করতে গিয়ে তাঁর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিই বদলে গিয়েছে। এবারের ফিনালেতে সুদীপ্তা নিজ উদ্যোগে তিনজন লড়াকু মা লক্ষ্মীর হাতে এক লক্ষ টাকা করে তুলে দেবেন। এছাড়া, তারকাদের অংশগ্রহণে গঠিত ‘লক্ষ্মী ব্যাঙ্ক’ থেকে চারজন লড়াকু মহিলাকে ৫০ হাজার টাকা করে সহায়তা করা হবে তাঁদের স্বপ্নপূরণের জন্যে।
