‘কাউকে কিছু দিইনি’, উৎসবে ‘না’ অপরাজিতার, পুজোর আগেই ছাড়ছেন কলকাতা?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Sep 21, 2024 | 7:35 PM

Aparajita Adhya: যাবেন তীর্থ করতে। প্রতি বছরই এই সময়টা পরিকল্পনা থাকে একই। মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দেওয়া। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তাই সোমবার থেকেই বেরিয়ে পড়ছেন শান্তির খোঁজে।

কাউকে কিছু দিইনি, উৎসবে না অপরাজিতার, পুজোর আগেই ছাড়ছেন কলকাতা?

Follow Us

তিলোত্তমার শোক শহর জুড়ে। এবার যেন মনে আনন্দ নেই। তাই অনেকেই মুখ ফিরিয়েছেন উৎসব সেলিব্রেশন থেকে। করছেন না সেভাবে কেনাকাটা। পুজোয় হুল্লোরেরও কোনও প্ল্যান থাকছে না। চলতি বছর কী করছেন অপরাজিতা আঢ্য? তিনি কি কলকাতা ছাড়ছেন? সোমবার অর্থাৎ ২৩ সেপ্টেম্বর সত্যি কাজ থেকে খানিক বিরতিতে অভিনেত্রী। যাবেন তীর্থ করতে। প্রতি বছরই এই সময়টা পরিকল্পনা থাকে একই। মন্দিরে মন্দিরে গিয়ে পুজো দেওয়া। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। তাই সোমবার থেকেই বেরিয়ে পড়ছেন শান্তির খোঁজে।

কোথায় কোথায় যাবেন, সেই মর্মে TV9 বাংলাকে তিনি বললেন, ‘শিরডি যাব, সেখান থেকে শনি সিগনাপুর যাব, সেখান থেকে যাব ত্রম্বকেশ্বর। এই তিনটে জায়গা হয়ে কলকাতায় আসব। কবে ফিরব এখনও ঠিক করিনি। হাতে সময় আছে, তাই চাইলে অন্য কোথাও চলে যেতে পারি। সেটা এখনও স্থির করিনি। পুজোতে কলকাতায় থাকছি। অক্টোবরের ২ তারিখ থেকে নবরাত্রী শুরু হয়ে যাচ্ছে। সন্ধিপুজো তো আমি নিজে হাতে করি। প্রতিবছর। হোম করি। তবে এটা ঠিক আমি উৎসবে থাকছি না এবার। নিজের জন্য কিছু কিনিনি। বাড়ির কাউকে কিছু দিইনি। ছোটদেরও না। তবে মায়ের পুজো তো আর উৎসব নয়। সেটা নিজের মতো করে শ্রদ্ধা ভরে করব, যেমন এতবছর করে এসেছি।’

অর্থাৎ অভিনেত্রী একথা স্পষ্ট করে দিলেন, পুজো ঘিরে আলাদা কোনও মেজাজ-আমেজ কাজ করছে না তাঁর মধ্যে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে একাধিকবার পথে নেমেছেন তিনি। আওয়াজ তুলেছেন বিচার চেয়ে। পাশাপাশি চালিয়ে গিয়েছেন কাজও। তবে যতই স্বাভাবিক জীবনে ফেরা যাক না কেন, কিছুতেই যেন মন মানছে না তাঁর। তাই এবারের পুজোটা তিনি মাতৃ আরাধানা করেই কাটাতে চান। বাড়তি কোনও উত্তেজনায় গা ভাসাতে চাইছেন না বলেই স্পষ্ট জানিয়ে দিলেন।

Next Article