‘ঘরে বাইরে আজ’-এর পর নতুন ছবির কাজ শুরু করলেন অপর্ণা সেন। তবে বাংলায় নয়, হিন্দিতে। গোটা টিম এখন মুম্বইতে। জোর কদমে চলছে শুটিং। তবে খুবই চুপিসারে শুট করছেন পরিচালক। এখনই ছবির কোনও রকম খবর প্রকাশ্য়ে আনতে প্রস্তুত নয় প্রযোজনা সংস্থা।
নতুন হিন্দি ছবিতে কাস্টিংয়ে রয়েছে চমক। শোনা যাচ্ছে, অর্জুন রামপাল এবং কঙ্কনা সেনশর্মা জুটি বাঁধছেন এই ছবিতে। এই প্রথম একসঙ্গে কোনও ছবিতে অভিনয় করছেন অর্জুন-কঙ্কনা। তবে কে, কোন চরিত্রে অভিনয় করছেন, তা জানা যায়নি। এমনকী ছবির বিষয় কী, তা নিয়েও মুখে কুলুপ এঁটেছে গোটা টিম। টলিউড থেকে অভিনেত্রী অনিন্দিতা বসুও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। শোনা যাচ্ছে, অনিন্দিতার চরিত্রটি আগে তিলোত্তমা সোমের করার কথা ছিল।
পরিচালক হিসেবে এটি অপর্ণার তৃতীয় হিন্দি ছবি। যদিও ছবির নাম এখনও জানা যায়নি। এর আগে মেয়ে কঙ্কনা সেনশর্মা-ঋত্বিক চক্রবর্তীকে নিয়ে ‘সারি রাত’ (২০১৫) এবং শাবানা আজমি-লিলেট দুবেকে নিয়ে ‘সোনাটা’ (২০১৭) বানিয়েছিলেন তিনি। ‘সোনাটা’ অবশ্য হিংলিশ (হিন্দি-ইংরেজির মিশেল) ছবি।
অপর্ণা অতীতে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছবির বিষয় হিসেবে বন্ধুত্ব এবং একাকীত্ব তাঁর পছন্দের বিষয়। যদিও ওঁর শেষ ছবি ‘ঘরে বাইরে আজ’ আদ্যন্ত পলিটিক্যাল ড্রামা। আজকের দিনে ধর্ম নিয়ে যে রাজনীতি, তা এই ছবিতে দেখিয়েছেন অপর্ণা।
যে কোনও সামাজিক,রাজনৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সব সময়ই সরব অপর্ণা। নিজের ‘স্ট্যান্ড পয়েন্ট’ স্পষ্টভাবে প্পকাশ করতে কখনওই পিছপা হননি ‘৩৬ চৌরঙ্গি লেন’, ‘পরমা’-র পরিচালক। তবে কোন ভাবনা থেকে উনি নতুন ছবির রসদ খুঁজে পেলেন, তা অবশ্য জানা যায়নি।
অপর্ণা-কঙ্কনা জুটি এযাবৎ অনেক ভাল-ভাল ছবি উপহার দিয়েছে আমাদের। ‘15 পার্ক অ্যাভিনিউ’, ‘ইতি মৃণালিনী’, ‘মিঃ অ্যান্ড মিসেস আইয়ার’ মুগ্ধ করেছে দর্শককে। ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় ‘তিতলি’-তেও অপর্ণা-কঙ্কনা জুটি মুগ্ধ করেছে দর্শককে। কঙ্কনা নিজেও একজন দক্ষ পরিচালক। প্রথম ছবি ‘ডেথ ইন দ্য গঞ্জ’-এ নিজের জাত চিনিয়েছেন তিনি। খুব শীঘ্রই তাঁকে আবার পরিচালকের আসনে দেখা যাবে বলে ইন্ডাস্ট্রি সূত্রে খবর। কঙ্কনাকে শেষ দেখা গিয়েছে ‘রামচন্দ্র কী তেরভি’ ছবিতে।
অর্জুন রামপালকে শেষ দেখা গিয়েছে ‘নেল পলিশ’-এ। ছবিটি ওটিটিতে মুক্তি পেয়েছিল। সদ্যই কঙ্গনা রানাওয়াতের সঙ্গে ‘ধাকড়’-এর শুটিং শেষ করেছেন তিনি। অপর্ণার সঙ্গে প্রথম কাজ করছেন তিনি। বেশ কয়েক বছর আগে ঋতুপর্ণ ঘোষের ‘দ্য লাস্ট লিয়র’-এ অভিনয় করেছিলেন অর্জুন।