‘হাত জোড় করে বলছি…’ কাতর আর্তি অপারশক্তি খুরানার

বিহঙ্গী বিশ্বাস | Edited By: সুমন মহাপাত্র

Apr 25, 2021 | 1:14 PM

এর আগে কোভিড পরিস্থিতিতে সাহাজ্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অপারশক্তি। ইনস্টা পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন কোভিড সংক্রান্ত কারও কিছু দরকার থাকলে তাঁকে জানাতে। তিনি তাঁর সামর্থ্য মতো চেষ্টা করবেন। নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

হাত জোড় করে বলছি... কাতর আর্তি অপারশক্তি খুরানার
দাদার সঙ্গে অপারশক্তি।

Follow Us

সাদা কালো ছবি। ছবিতে জোড় হাত করে বসে রয়েছেন আয়ুষ্মান খুরানার ভাই অপারশক্তি। কাতর আর্জি জানাচ্ছেন তিনি। কী বলছেন অভিনেতা?

ডোরাকাটা জামায় অপারশক্তি চোখ ঢেকেছেন রোদ চশমায়। তাঁর ক্যাপশনেই আর্জির কথা জানিয়েছেন তিনি। তিনি লিখেছেন, “হাত জোড় করে বলছি, যদি সম্ভব হয় তাহলে দয়া করে বাড়িতে থাকুন।” এই অস্থির সময়ে সংক্রমণ রুখতে এবং সংক্রমিত না হতে বাড়ি থাকা যে আবশ্যক তা মনে করিয়ে দিয়েছেন তিনি। ওই একই জামায়, সাদা-কালো ব্যাকগ্রাউণ্ডে আরও একটি ছবি পোস্ট করেছেন অপারশক্তি খুরানা। সেই ছবির ক্যাপশনে নিজের জামার কথা উল্লেখ করে তিনি লিখেছেন, “দেখুন আমার জামার স্ট্রিপও সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলছে। আপনারও তাই করা উচিত।”


এর আগে কোভিড পরিস্থিতিতে সাহাজ্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন অপারশক্তি। ইনস্টা পোস্টের মাধ্যমে জানিয়েছিলেন কোভিড সংক্রান্ত কারও কিছু দরকার থাকলে তাঁকে জানাতে। তিনি তাঁর সামর্থ্য মতো চেষ্টা করবেন। নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

আরও পড়ুন- Oscar 2021: সেরা ছবির মনোনয়ন পাওয়া এই ৮টি ছবির কোনটি আপনার পছন্দের?

এই বছরই প্রথম লিড রোলে বলিডেবিউ হতে চলেছে অভিনেতার। পার্শ্বচরিত্র নয়, বরং কিংবদন্তী অভিনেতা নুতনের নাতনি প্রনুতনের সঙ্গে জুটি বেঁধেই নায়ক হিসেবে বলি যাত্রা শুরু হতে চলেছে অপারশক্তির। যে ছবি দিয়ে তাঁর লিড রোলে অভিষেক ঘটতে চলেছে সেই ছবির নাম ‘হেলমেট’। ছবিতে দেখা যাবে আশিষ বর্মা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। অন্যদিকে খুব শীঘ্রই প্রথমবার বাবা হতে চলেছেন অপারশক্তি।

Next Article