নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন এ আর রহমান, আত্মহত্যার ভাবনা মাথায় আসতেই…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jan 11, 2024 | 3:20 PM

A R Rahman: রহমানের তিন সন্তান আমিন, খতিজা এবং রহিমা। হিন্দু পরিবারে জন্ম হলেও পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন এ আর রহমান। প্রথমে নাম ছিল দিলীপ কুমার।

নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন এ আর রহমান, আত্মহত্যার ভাবনা মাথায় আসতেই...

Follow Us

ভারতীয় বিনোদন জগতে তিন দশকেরও বেশ সময় কাটিয়ে দিয়েছেন এ আর রহমান। কেবল দক্ষিণ ভারত নয়, ভারতীয় কিংবা বলিউড নয়, এ আর রহমান আন্তর্জাতিক মানের এক শিল্পী, যাঁর কদর করেন প্রথম বিশ্বের প্রত্যেকটি দেশ। আর কদর করেন বলেই এ আর রহমানের নামে আস্ত একটি রাস্তার নামকরণ হয়েছে কানাডার শহর মারখামে। নাম-যশ-খ্যাতি সব পেয়েছেন তিনি। কিন্তু এত সাফল্যের পরেও রহমান মাটির কাছাকাছি থাকতেই ভালবাসেন। মৃদুভাষী সঙ্গীত পরিচালকের সমস্ত খেলা হয় সুরের সঙ্গে। নাম না জানা অসংখ্য বাদ্যযন্ত্রের আবিষ্কর্তা তিনিই। নিজের গানে সেইসবের ব্যবহারও করেছেন রহমান। বলিউডে গানের জগতে নতুন প্রতিভাদের প্রতিষ্ঠা করার ব্যাপারেও তাঁর দক্ষতা অসীম।

রহমানের তিন সন্তান আমিন, খতিজা এবং রহিমা। হিন্দু পরিবারে জন্ম হলেও পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন এ আর রহমান। প্রথমে নাম ছিল দিলীপ কুমার। কিন্তু ২৩ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করে দিলীপ হয়ে যান আল্লারাখা রহমান। গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিলেন রহমানের বোন। এক সুফি সাধু তাঁর বোনকে সুস্থ করে তোলেন। এরপরই ইসলামের প্রতি আকৃষ্ট হন এ আর রহমান।

কেরিয়ার দীর্ঘ, প্রতিটা পদক্ষেপে এ আর রহমান নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। জয়ও হয়েছে তাঁর বারবার। রহমানের সেই জার্নিতে অন্ধকার অধ্যায়ও রয়েছে। একটা সময় চেয়েছিলেন তিনি নিজেকে শেষ করে দিতে। আত্মহত্যার কথা ভেবেছিলেন তিনি। ঠিক সেই সময়ই তাঁর মা তাঁকে এমন এক কথা বলেন, যা কোনওদিন ভুলবেন না বলে জানিয়েছিলেন গায়ক। এক সাক্ষাৎকারে রহমান বলেছিলেন, ‘মা আমায় বলেছিলেন, যখন তুমি অন্যের জন্য বাঁচো, তখন তোমার মাথায় এই ভাবনা আসার কথা নয়’।

Next Article