ভাল নেই অরিজিৎ সিং, নিলেন বড় সিদ্ধান্ত, চাইলেন ক্ষমাও

শরীরটা ভাল যাচ্ছে না অরিজিৎ সিংয়ের। আর সেই কারণে না চাইতেও বেশ কিছু বড় সিদ্ধান্ত নিতে হল তাঁকে। সিদ্ধান্ত নিয়ে অবশ্য খুশি নন তিনি। ভক্তদের কাছে চেয়ে নিলেন ক্ষমা। কিন্তু কেন? ভেরিফায়েড ইনস্টা প্রোফাইল থেকে পুরো ঘটনাই শেয়ার করেছেন তিনি।

ভাল নেই অরিজিৎ সিং, নিলেন বড় সিদ্ধান্ত, চাইলেন ক্ষমাও
অরিজিৎ সিং
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2024 | 10:30 PM

শরীরটা ভাল যাচ্ছে না অরিজিৎ সিংয়ের। আর সেই কারণে না চাইতেও বেশ কিছু বড় সিদ্ধান্ত নিতে হল তাঁকে। সিদ্ধান্ত নিয়ে অবশ্য খুশি নন তিনি। ভক্তদের কাছে চেয়ে নিলেন ক্ষমা। কিন্তু কেন? ভেরিফায়েড ইনস্টা প্রোফাইল থেকে পুরো ঘটনাই শেয়ার করেছেন তিনি।

অরিজিতের শেয়ার করা বিবৃতিতে লেখা, ” বলতে খুবই কষ্ট হচ্ছে, তবু সবাইকে জানাচ্ছি চিকিৎসাগত কারণে এক সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি। বাধ্য হচ্ছি অগস্টের যাবতীয় শো বন্ধ রাখতে। জানি আপনারা শো’র জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। সবাইকে নিরাশ করার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আপনাদের ভালবাসাই আমার শক্তি। এই বাধার সঙ্গে সঙ্গে এক প্রতিজ্ঞা নিয়ে যখন আবার দেখা হবে তা আরও মোহময় হবে। আমার অবস্থা বোঝার জন্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে না ভুলতে পারা মুহূর্ত তৈরির জন্য আর অপেক্ষা করতেই পারছি। তবে আরও একবার ক্ষমা চাইছি। একই সঙ্গে জানাচ্ছি ভালবাসাও। ভালবাসাসহ অরিজিৎ সিং।”

অগস্টে শো বন্ধ রাখলেও পাল্টা শিডিউলের ডেটও কিন্তু দিয়েছেন অরিজিৎ। ভক্তদের যাতে মন খারাপ না হয় তা নিয়ে সদা তৎপর তিনি। বলিউডর প্রথম সারির গায়ক হলেও বরাবরই মাটির সঙ্গে মিশে থাকেন অরিজিৎ। কোটি কোটি টাকার মালিক হলেও তা নিয়ে নেই অহঙ্কার। মুর্শিদাবাদের বাড়িতেই থাকেন অধিকাংশ সময়, ছেলেকে ভর্তি করেছেন সাধারণ স্কুলে। লাইমলাইট তাঁর একেবারেই প্রিয় নয়। নিজস্ব বৃত্তে কাজ নিয়ে ভালই আছেন তিনি। থাকতে চান এভাবেই।

View this post on Instagram

A post shared by Arijit Singh (@arijitsingh)