টলিউড ছেড়ে এবার বলিউডে পা অর্জুন চক্রবর্তীর, বড় ব্রেক অভিনেতার
'নয়নতারা' ধারাবাহিকের প্রমোশনাল ভিডিও সামনে আসতেই মাথায় টোপর পরে বর বেশে দেখা গেল অর্জুন চক্রবর্তীকে। অর্জুন চক্রবর্তীর লুক ও অভিনয় জাতীয় স্তরের দর্শকদের কতটা মনে ধরে সেটা ভবিষ্যত বলবে

ছোট পর্দার ‘গানের ওপারে’ ধারাবাহিক দিয়ে শুরু হয়েছিল অভিনেতা অর্জুন চক্রবর্তীর কেরিয়ার শুরু করেছিলেন। এর পর অবশ্যই ছোট পর্দা , বড় পর্দায় কাজ করেছেন। তবে বেশকিছুটা সময় পর আবার ছোট পর্দায় ফিরছেন অর্জুন চক্রবর্তী। তবে এবার কালার্সের হিন্দি ধারাবাহিকে। এর আগে অনিরুদ্ধ রায়চৌধুরীর পঙ্কজ ছবিতে খুব অল্প সময়ের জন্য তাঁকে দেখা গিয়েছিল। তবে হিন্দিতে পুরোদস্তুর নায়কের চরিত্রে এই প্রথম দেখা যাবে। ধারাবাহিকের নাম ‘নয়নতারা’। এই ধারাবাহিকের প্রমোশনাল ভিডিও সামনে আসতেই মাথায় টোপর পরে বর বেশে দেখা গেল অর্জুন চক্রবর্তীকে। বর বেশে যখন রয়েছে তার সঙ্গে নায়িকাকেও দেখা মিলছে কনে বেশে। এই চরিত্রে দেখা যাচ্ছে শ্রুতি বিস্তকে।

টলিপাড়ার অন্দরের খবর এটি একটি পারিবারিক ড্রামা। কলকাতার প্রেক্ষাপটে গল্প সাজানো হয়েছে। তাই কলকাতার হাওড়া ব্রিজ থেকে কলকাতার বনেদি বাড়ির সেট চোখে পড়ছে। কলকাতা ও মুম্বইয়ের অভিনেতাদের নিয়ে তৈরি হচ্ছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের গল্প লিখেছেন সাহানা দত্ত। ধারাবাহিকের প্রমো দেখে আন্দাজ করা যাচ্ছে এই ছবিটি পারিবারিক ড্রামার সঙ্গে অলৌকিক কিছু ঘটনা জড়িয়ে রয়েছে। নয়নতারা এই ধারাবাহিকের মুখ্য চরিত্র , যে আত্মাকে সঙ্গে কথা বলতে পারে। গল্পের মোর কোন দিকে যাবে তার আভাস পাওয়া গিয়েছে প্রমোতে। অর্জুন চক্রবর্তীর লুক ও অভিনয় জাতীয় স্তরের দর্শকদের কতটা মনে ধরে সেটা ভবিষ্যত বলবে। তবে অভিনেতা অর্জুন চক্রবর্তীর জন্য এই ধারাবাহিকটি অবশ্যই জাতীয়স্তরে নতুন সম্ভবনা তৈরি করতে পারে বলে মনে করছে টলিপাড়ার ওয়াকিবহল মহল।
