বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই হাতে স্যালাইনের চ্যানেল! অর্জুনের রক্তে…

Jun 06, 2024 | 9:30 PM

Malaika-Arjun: এর আগে আরবাজ খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন মালাইকা। তাঁদের এক ছেলেও রয়েছে। নাম আরহান খান। মালাইকার সঙ্গে বিচ্ছেদের বেশ কয়েক বছর পর গত বছর ডিসেম্বরে সুরহা খান নামক এক মেকআপ আর্টিস্টকে বিয়ে করেন আরবাজ। তাঁর সঙ্গেই সুখে সংসার তিনি করছেন এখন।

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই হাতে স্যালাইনের চ্যানেল! অর্জুনের রক্তে...

Follow Us

অর্জুন কাপুর ও মালাইকা অরোরার মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। শোনা যাচ্ছে, তাঁদের নাকি বিচ্ছেদও হয়ে গিয়েছে। এরই মধ্যে অর্জুন কাপুরের এক ছবি সামনে আসতেই শুরু হয়েছে হইচই। কী হয়েছে অর্জুনের? দেখা যাচ্ছে হাতে স্যালাইন চলছে। কিন্তু কেন? ব্রেকআপের ধাক্কাতেই কি অসুস্থ তিনি? ইত্যাদি নানা জল্পনায় যক্ষণ চারিদিকে হইচই ঠিক তখনই সামনে এল কারণ। জানা গিয়েছে রক্তে এক বিশেষ ধরণের থেরাপি নিচ্ছেন অভিনেতা। যে সে থেরাপি নয়!

শরীরের ভিটামিন ও মিনারেলের ঘাটতি মেটাবার জন্য সরাসরি রক্তে চলছে Intravenous micronutrient therapy… তাই অর্জুন ভক্তরা, চিন্তার কোনও কারণ নেই। অভিনেতা শারীরিক ভাবে অসুস্থ নন।কেন হল মালাইকা ও অর্জুনের ২০১৮ সালে মালাইকার ৪৫ তম জন্মদিনে অর্জুন প্রকাশ্যে এনেছিলেন তাঁদের সম্পর্কের কথা। তারপর একসঙ্গে দেখা যেত তাঁদের। বিয়ের প্ল্যানিংও ছিল। কেন যে হঠাৎ হল বিচ্ছেদ? মন খারাপ ভক্তদের। শোনা যাচ্ছে, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটেনি। তবে নিজেদেরকে স্পেস দিতে চাইছেন তাঁরা। এর আগে অর্জুন কাপুর ও কুশা কাপিলালে জড়িয়ে রটেছিল গসিপ। যদিও কুশা এই কথা মানতে চাননি। মালাইকা ও অর্জুনের ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, তাঁরা দুজনেই এই মুহূর্তে রয়েছেন সিঙ্গল।

এর আগে আরবাজ খানের সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন মালাইকা। তাঁদের এক ছেলেও রয়েছে। নাম আরহান খান। মালাইকার সঙ্গে বিচ্ছেদের বেশ কয়েক বছর পর গত বছর ডিসেম্বরে সুরহা খান নামক এক মেকআপ আর্টিস্টকে বিয়ে করেন আরবাজ। তাঁর সঙ্গেই সুখে সংসার তিনি করছেন এখন।

 

Next Article
অমিতাভকে রেখার সঙ্গে কাজে বাধা? বিস্ফোরক জয়া, ‘অত্যন্ত খারাপ…’
ফিরিয়ে আনলেন ‘পান্ডিয়া’ পদবী! ফের মাস্টারস্ট্রোক হার্দিক-পত্নীর?