১৯৮১ সাল– এর পর থেকে হিট জুটি অমিতাভ বচ্চন ও রেখাকে আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। তাঁদের নিয়ে যদিও গসিপ আজও থামেনি। রটেছে নানা কথা। হয়েছে নানা আলোচনা। শোনা যায়, স্ত্রী জয়া বচ্চনেরই নাকি চাননি তাঁর স্বামী ও রেখা এক ছবিতে কাজ করুক। কেটে গিয়েছে এত বছর। আজ যদি তাঁরা আবারও একসঙ্গে কাজ করতে চান, তবে কি কিছু মনে করবেন তিনি? বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে এই প্রশ্নই করা হয়েছিল জয়াকে, যা হঠাৎ করেই সামাজিক মাধ্যমে ভাইরাল। কী উত্তর দিয়েছিলেন তিনি? শুনলে চমকে যেতে পারেন।
তাঁর কথায়, “না, আমি কেন মনে করতে যাব? তবে আমার মনে হয় কাজের চেয়ে বেশি এই বিষয়টা নিয়েই সেনসেশন হবে। অত্যন্ত খারাপ হবে সেটাই। কারণ আলোচনা করতে গিয়ে তাঁদের একসঙ্গে দেখার অভিজ্ঞতাটাই নষ্ট হয়ে যাবে। দু’জনেরই মনে হবে কাজের চেয়েও বেশি ব্যক্তিগত জীবন নিয়ে কথা হচ্ছে।” তবে কি আকার ইঙ্গিতে জয়া বুঝিয়ে দিয়েছিলেন, একসঙ্গে কাজের এই আইডিয়া তাঁর একেবারেই পছন্দ নয়।
একসঙ্গে কম ছবি করেননি অমিতাভ ও রেখা। তাঁদের অভিনীত ছবিগুলি জল ‘নমক হারাম’, ‘দো আঞ্জানে’, ‘সুহাগ’ সহ অন্যান্য। রেখার প্রতি আদপে কোনওদিনই ভালবাসার কথা স্বীকার করেননি বিগ-বি। তবে রেখা একবার মুখ খুলেছিলেন, জানিয়েছিলেন পৃথিবীর সব ভালবাসা আরও খানিক যোগ করতে হবে– তার চেয়েও বেশি তিনি ভালবাসেন তাঁকে।