বিমানবন্দরে বলি অভিনেত্রীকে চুমু ভক্তের, অভিনেত্রী কোভিড পজেটিভ!

Apr 22, 2021 | 8:25 PM

কোভিড আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন আরশি। জানিয়েছেন বিমানবন্দর থেকে তাঁকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে পরিষ্কার বলা রয়েছে তিনি কোভিডে আক্রান্ত।

বিমানবন্দরে বলি অভিনেত্রীকে চুমু ভক্তের, অভিনেত্রী কোভিড পজেটিভ!
আরশি খান।

Follow Us

প্রিয় অভিনেত্রীকে দেখে নিজেকে ধরে রাখতে পারেননি এক ভক্ত। কাছে গিয়ে সেলফি তোমার নাম করেই হাতে চুম্বন। অভিনেত্রী কিছু বুঝে উঠতে পারার আগেই সেখান থেকে পগারপার সেই ব্যক্তি– দিন কয়েক আগে এমন এক ভিডিয়ো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। হয়েছিল আলোচনা-সমালোচনাও। দু’দিন পরে জানা গেল সেই অভিনেত্রী কোভিড পজেটিভ। সেই অভিনেত্রী অর্থাৎ আরশি খান।

কোভিড আক্রান্ত হওয়ার খবর নিজেই জানিয়েছেন আরশি। জানিয়েছেন বিমানবন্দর থেকে তাঁকে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে পরিষ্কার বলা রয়েছে তিনি কোভিডে আক্রান্ত। হাল্কা উপসর্গও রয়েছে তাঁর। কিন্তু প্রশ্ন হল, বারবার সামাজিক দূরত্ব বজায় রাখার কথা ঘোষণা করলেও তা না মানা ওই ব্যক্তি (যিনি আরশিকে চুম্বন করেছিলেন) এখন কেমন রয়েছেন? প্রশ্ন উঠছে উদাসীনতা নিয়েও।

আরও পড়ুন- ‘বাজে অভিনয়…বাচ্চা গ্যাংস্টার…’, আলিয়াকে আক্রমণ কঙ্গনা রানাওয়াতের


দিন কয়েক আগে পঞ্চম দফার ভোটগ্রহণ পর্বে একই চিত্র দেখা গিয়েছিল বঙ্গেও। জলপাইগুড়ি পান্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলের১৭/১৫৫ নং বুথে অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী ভোট দিতে এলে ভোটকর্মীরা আচমকা তাঁকে ঘিরে ধরে নিজস্বী তুলতে শুরু করে। মিমির মুখে মাস্ক থাকলেও তাঁদের অধিকাংশের মুখে সেলফির উচ্ছ্বাসে মাস্ক ছিল না। মাস্ক ছিল না আরশি খান এবং তাঁর ওই ভক্তের মুখেও।

 


ভক্তের সঙ্গে মিমি

আরও পড়ুন-দিশার সঙ্গে লিপলক! ‘রাধে’র ট্রেলারে সলমনের অনস্ক্রিন চুমু নিয়ে শোরগোল নেটপাড়ায়

গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা তিন লক্ষ ছাড়িয়েছে। বেড়েছে মৃত্যুর হারও। সেই জায়গায় দাঁড়িয়ে প্রিয় অভিনেতাকে দেখে ‘স্টারস্টাক’ হয়ে সামাজিক দায়বদ্ধতাকে দূরে সরিয়ে ফেলে ভক্তদের অবিবেচককাজে ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। তাঁদের প্রশ্ন, “আর কত আক্রান্ত হলে হুঁশ ফিরবে তাঁদের?”

Next Article