অমিতাভের পরিচয় চান না জয়া, মাঝখান থেকে রেখার ভিডিয়ো ভাইরাল

Sneha Sengupta |

Aug 06, 2024 | 5:56 PM

Jaya 'Amitabh' Bachchan: অমিতাভ-রেখার প্রেমের চর্চা নতুন নয়। অনেক পুরনো। গুঞ্জন আছে, অমিতাভের সঙ্গে নাকি সম্পর্কে ছিলেন রেখা। 'সিলসিলা' ছবির মুক্তির পর সেই গুঞ্জন আরও জোড়ালো হয়েছিল। সেটিই ছিল অমিতাভ-রেখার শেষ অভিনীত ছবি। আর কোনওদিন তাঁরা কাজ করেননি একসঙ্গে।

অমিতাভের পরিচয় চান না জয়া, মাঝখান থেকে রেখার ভিডিয়ো ভাইরাল
জয়া বচ্চন, অমিতাভ বচ্চন, রেখা।

Follow Us

ভাইরাল হয়েছে জয়া বচ্চনের একটি ভিডিয়ো। রাজ্যসভায় জয়াকে ‘জয়া অমিতাভ বচ্চন’ বলে সম্বোধন করেছিলেন চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। একটুও সময় নষ্ট না করে জয়া তাঁকে থামিয়ে বলেছিলেন, তাঁকে কেবল জয়া বচ্চন বললে ভুল হবে না। মহিলাদের যে স্বতন্ত্র পরিচয় থাকতে পারে, তা নিয়ে রাজ্যসভায় তর্কও জুড়ে দিয়েছিলেন জয়া। এমন সময় রেখার একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে। কী রয়েছে সেই ভিডিয়োয়?

অভিনেত্রী সিমি গাওয়ালের কাছে রেখা ব্যক্ত করেছিলেন অমিতাভ বচ্চনের প্রতি তাঁর ভালবাসা। তিনি বলেছিলেন যে, অমিতাভ এমন একজন মানুষ, যাঁকে যে কোনও মানুষই ভালবাসতে বাধ্য হবেন। রেখা বলেছিলেন, “সারা দুনিয়ার ভালবাসা একদিকে করলে এবং তাতে আরও একটু ভালবাসা যোগ করলে যে ভালবাসা তৈরি হবে, অমিতাভের প্রতি তাই রয়েছে রেখার।”

অমিতাভ-রেখার প্রেমের চর্চা নতুন নয়। অনেক পুরনো। গুঞ্জন আছে, অমিতাভের সঙ্গে নাকি সম্পর্কে ছিলেন রেখা। ‘সিলসিলা’ ছবির মুক্তির পর সেই গুঞ্জন আরও জোড়ালো হয়েছিল। সেটিই ছিল অমিতাভ-রেখার শেষ অভিনীত ছবি। আর কোনওদিন তাঁরা কাজ করেননি একসঙ্গে।

Next Article