২০০০ সালে বলিউড ছবি ‘রেফিউজি’তে ডেবিউ করেছিলেন করিনা কাপুর খান। সেই ছবিতে ডেবিউ করেছিলেন আরও এক নায়ক–অভিষেক বচ্চন। বক্স অফিসে ভালই ফল করেছিল ছবি। সে বছর বলিউড ছবির ব্যবসার নিরিখে পাঁচ নম্বরে ছিল ‘রেফিউজি’। প্রথম ছবিতেই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার কথা ছিল করিনার। অপ্রস্তুত হয়ে গিয়েছিলেন তিনি। তাঁর মনে জেগেছিল অনেক প্রশ্ন।
অভিনেত্রী সিমি গারেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে করিনা জানিয়েছিলেন, অভিষেক নাকি তাঁর ভাইয়ের মতো। সাক্ষাৎকার পর্বে অভিষেকের পাঠানো একটি ভিডিয়ো দেখিয়েছিলেন সিমি। ভিডিয়োতে করিনার প্রশংসা করেছিলেন অভিষেক। জানিয়েছিলেন, করিনাকে কতখানি পছন্দ করেন তিনি। মজা করে এটাও বলেছিলেন, করিনার কারণেই নাকি তাঁর একটি রোম্যান্টিক সিনে অভিনয় করতে সমস্যা হয়েছিল। শুটিংয়ের সময় করিনা তাঁকে বলেছিলেন, সেটাই তাঁর কেরিয়ারের প্রথম রোম্যান্টিক দৃশ্যের অভিনয়।
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে কুণ্ঠিত ছিলেন করিনা। পরিচালককে তাঁর সুবিধার কথাও জানিয়েছিলেন। করিনা বলেছিলেন, “অভিষেককে আমি ভাইয়ের চোখে দেখি, ওর জন্য আমি কীভাবে রোম্যান্টিক সিনে অভিনয় করব?” শেষমেশ অভিষেকের সঙ্গেই রোম্যান্টিক সিনে অভিনয় করেন করিনা। ছবির সেই দৃশ্যে অভিষেক-করিনার কেমিস্ট্রি ভাল লেগেছিল দর্শকেরও।