‘কতটা ত্যাগ স্বীকার করেছেন!’, মিমির পোস্টে কোন কঠিন সত্যি উঠে এল?

Aug 06, 2024 | 5:20 PM

Mimi Chakraborty: মাঝে মধ্যে পোষ্যদের নিয়ে পোস্ট, অবসর দিনে টুকটাক পোস্ট, নয়তো শরীর চর্চার ছবি-ভিডিয়ো,  মিমির পোস্ট জুরে কেবল এই ছবিগুলোই বারবার উঠে আসে। তবে কোথাও গিয়ে যেন এবার বেজায় ইঙ্গিতবহ পোস্ট করলেন মিমি। জীবন নিয়ে এক কঠিন সত্যি সামনে আনলেন তিনি।

কতটা ত্যাগ স্বীকার করেছেন!, মিমির পোস্টে কোন কঠিন সত্যি উঠে এল?

Follow Us

মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় থাকেন তিনি। প্রাক্তন সাংসদ এখন কেবলই কেরিয়ার নিয়ে ব্যস্ত। ২০১৯ সালে নাম লিখিয়েছিলেন রাজনীতিতে। তৃণমূল সরকারের হয়ে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। তবে তাঁর রাজনৈতিক কেরিয়ারের মেয়াদ মাত্র ৫ বছর। তারপরই সেখান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মিমি চক্রবর্তী। যা নিয়ে সাময়িক জলঘোলা হলেও এখন সেসব অতীত। তিনি অভিনয় জগতের সঙ্গেই জড়িয়ে থাকতে চান। ছবি, ওটিটির পাশাপাশি মাঝে মধ্যে গান, এই তাঁর জগত। আর ব্যক্তি জীবন নিয়ে খুব একটা চর্চায় থাকতে দেখা যায় না তাঁকে। মাঝে মধ্যে পোষ্যদের নিয়ে পোস্ট, অবসর দিনে টুকটাক পোস্ট, নয়তো শরীর চর্চার ছবি-ভিডিয়ো,  মিমির পোস্ট জুরে কেবল এই ছবিগুলোই বারবার উঠে আসে।

তবে কোথাও গিয়ে যেন এবার বেজায় ইঙ্গিতবহ পোস্ট করলেন মিমি। জীবন নিয়ে এক কঠিন সত্যি সামনে আনলেন তিনি। যা কাজের ক্ষেত্রে ভীষণ প্রাসঙ্গিক। ঠিক কী লিখলেন মিমি তাঁর ইনস্টা স্টোরিতে? মিমি লিখলেন— ‘দিনের শেষে কেউ জানবে না, আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে কতটা লড়াই করেছেন, কতটা ত্যাগ স্বীকার করেছেন, কত ক্ষতি আপনি বহন করেছেন, কতটা চাপ আপনি নিয়েছেন, তাই মনে রাখতে হবে যা করছেন নিজের জন্য করুন। যাই হোক না কেন…।’

মিমি চক্রবর্তীর এই পোস্ট খানিক হলেও ভাবায়। কেরিয়ার তৈরির লড়াইটা ঠিক কতটা কঠিন, তার খোঁজ সত্যি কেউ রাখে না। ফলাফলেই নজর। কে কতটা সফল হল, না হলে, কেন হল না, সেই সমালোচনার ঝড় নতুন নয়। তবে কোথাও গিয়ে যেন একটা বিষয় স্পষ্ট করে দিতে মিমি ভুললেন না, তিনি যা করেন, তার সবটাই নিজের জন্য।

Next Article