আশা ভোঁসলের নাতনির গানের গলা কেমন? দেখে নিন মঞ্চ কেমন কাঁপালেন জ়ানাই

Mar 15, 2024 | 6:42 PM

Zanai Bhoshle: পরিবারের সকলেই গানের জগতের সঙ্গে যুক্ত। তবে সম্প্রতি খবর উঠে আসতে দেখা যায় তিনি বলিউডে ডেবিউ করতে চলেছেন। না, গান নয়, অভিনয়ে। কি অবাক হচ্ছেন তো? সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের পরিবারের সদস্য অভিনয়ে? ঠিকই শুনেছেন, জ়ানাই অভিনয়ে ডেবিউ করতে চলেছেন।

আশা ভোঁসলের নাতনির গানের গলা কেমন? দেখে নিন মঞ্চ কেমন কাঁপালেন জ়ানাই

Follow Us

যে কোনও শিল্প জগতেই স্টারকিডদের ডেবিউ নিয়ে দর্শক মনে কৌতুহলের পারদ বরাবরই থাকে তুঙ্গে। সিনেদুনিয়ায় মাঝে মধ্যেই স্টারকিডদের নিয়ে নানা খবর চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকে। এবার চর্চায় আশা ভোঁসলের নাতনি। নাম জ়ানাই ভোঁসলে। গানের গলা বরাবরই তাঁর ভাল। গানের রেওয়াজ করেন ছোট থেকেই। পরিবারের সকলেই গানের জগতের সঙ্গে যুক্ত। তবে সম্প্রতি খবর উঠে আসতে দেখা যায় তিনি বলিউডে ডেবিউ করতে চলেছেন। না, গান নয়, অভিনয়ে। কি অবাক হচ্ছেন তো? সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের পরিবারের সদস্য অভিনয়ে? ঠিকই শুনেছেন, জ়ানাই অভিনয়ে ডেবিউ করতে চলেছেন।

ছবির নাম ‘দ্য প্রাইড অব ভারত: ছত্রপতি শিবাজী মহারাজ’। পরিচালনায় রয়েছেন সন্দীপ সিং। কয়েকদিন ধরে যখন এই খবর চর্চার কেন্দ্রে জায়গা করে নিয়েছে, ঠিক সেই ,সময়ই সামনে উঠে এল জ়ানাইয়ের একটি ক্লিপিং। একটি কনসার্ট থেকে ভাইরাল হল এই ক্লিপিং। যেখানে দেখা গেল তাঁকে ডন-এর গানে দারুণ এক পারফর্ম করতে। ধামাকা গানের পাশাপাশি এদিন নেটেও সকলের মন জিতলেন তিনি। গানের গলা বেশ ভাল। যদিও তাঁকেও কটাক্ষের তালিকা থেকে বাদ রাখল না নেটপাড়া। কেউ লিখলেন, ভালই লিপসিং করেছেন তিনি, কেউ আবার লিখলেন, একটু বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। অপর শ্রেণি আবার প্রশংসায় ভরিয়ে দিলেন জ়ানাইকে।

যদিও জ়ানাই এখনও প্রর্যন্ত সেই মাত্রায় জনপ্রিয়তা অর্জন করতে পারেননি, সবে মাত্র কেরিয়ার শুরু করেছেন তিনি। বলিউডে অভিনয়ে ডেবিউ করার পাশাপাশি তিনি গানের জগতে একইভাবে থেকে যাবেন। গানকে কেরিয়ার হিসেবে বেছে নেওয়ার পাশাপাশি তিনি যে অভিনয়েই ইচ্ছে রাখেন, তা তাঁর সিদ্ধান্তেই একপ্রকার স্পষ্ট।

Next Article