সলমনের কাণ্ড দেখে ‘বেসামাল মদ্যপ’ মহিলা, ভাইজানের গালে বসালে সপাটে চড়
TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Mar 15, 2024 | 4:53 PM
Salman Controversy: হাতেগুনে শেষ করা যাবে না, তাঁকে নিয়ে কোন মাত্রায় বিতর্ক, জল্পনা, বলিউডে জায়গা করে নিয়েছে। তাঁর সম্পর্ক থেকে শুরু করে বলিউডে দাদাগিরি, একাধিকবার তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে উঠতে দেখা যায়। বলিউডের সেই ভাইজানকে চড়? কী বিশ্বাস হচ্ছে না তো?
1 / 8
স্টার মানেই নামের সঙ্গে বিতর্ক যেন লেগেই থাকবে। হাতেগোনা কয়েকদন স্টার রয়েছেন, যাঁদের নিয়ে সেই মাত্রায় গসিপ খবরের শিরোনামে জায়গা করে নেয় না।
2 / 8
তবে সেই তালিকায় যদি নাম হয় সলমন খানের, তবে হাতেগুনে শেষ করা যাবে না, তাঁকে নিয়ে কোন মাত্রায় বিতর্ক, জল্পনা, বলিউডে জায়গা করে নিয়েছে।
3 / 8
তাঁর সম্পর্ক থেকে শুরু করে বলিউডে দাদাগিরি, একাধিকবার তাঁকে নিয়ে চর্চা তুঙ্গে উঠতে দেখা যায়। বলিউডের সেই ভাইজানকে চড়? কী বিশ্বাস হচ্ছে না তো?
4 / 8
এমনটাই ঘটেছিল ২০০৯ সালে। বলিউডের এক পার্টিতে গিয়েছিলেন সলমন খান। যেখান বলিউডের প্রথম সারির স্টারেরা উপস্থিত ছিলেন। তালিকা থেকে বাদ পড়েননি সুস্মিতা সেন, সোহেল খান, ভিজেন্দর সিং প্রমুখেরা।
5 / 8
এই পার্টি দিয়েছিলেন সঞ্জনা জন। সেই পার্টিতেই এক অপৃতিকর পরিস্থিতি তৈরি হয়। এক প্রতিষ্ঠিত ব্যক্তির মেয়ে সেদিন সপাটে চড় মেরেছিলেন সলমন খানকে।
6 / 8
কী দোষ করেছিলেন ভাইজান? তিনি কথা প্রসঙ্গে সুস্মিতা সেনকে নিয়ে কিছু খারাপ কথা বলে বসেছিলেন। এমনই সময় পার্টিতে প্রবেশ করা নিয়ে শুরু হয় বচসা।
7 / 8
সেই পরিস্থিতিতে ঘটনাস্থলে সলমন যান, সেখানেই তাঁর ব্যবহার ও সুস্মিতার নামে নিন্দে করার জন্য মদ্যপ অবস্থায় থাকা সেই মহিলা চড় মেরে দেন সলমন খানের গালে।
8 / 8
যদিও যে সলমন খান বদমেজাজি নামেই খ্যাত, তিনি বিষয়টা দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করে নেন, এবং শান্তই থাকেন। শুধু সকলকে বলেছিলেন, সেই জায়গা থেকে মেয়েটিকে সরিয়ে নিয়ে যেতে।