শরীর নিয়ে লাগাতার কটাক্ষ! বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন আয়েশা?

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Jan 16, 2025 | 9:56 PM

মনে আছে সলমনের নায়িকাকে? অনেক হিট ছবির হিরোইন তিনি। হঠাৎ করেই বলিউড থেকে হারিয়ে যান আয়েশা। বিদায় জানান, গ্ল্যামার দুনিয়াকে। শোনা যায়, আয়েশা আর আগের মতো নেই। মুখের যে সার্জারি করিয়েছেন এ কথা আগেই স্বীকার করেছিলেন নায়িকা।

শরীর নিয়ে লাগাতার কটাক্ষ! বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন আয়েশা?

Follow Us

মনে আছে সলমনের নায়িকাকে? অনেক হিট ছবির হিরোইন তিনি। হঠাৎ করেই বলিউড থেকে হারিয়ে যান আয়েশা। বিদায় জানান, গ্ল্যামার দুনিয়াকে। শোনা যায়, আয়েশা আর আগের মতো নেই। মুখের যে সার্জারি করিয়েছেন এ কথা আগেই স্বীকার করেছিলেন নায়িকা। যে কারণে, ট্রোলিং যেন তাঁর পিছু ছাড়ে না কিছুতেই। এবার এই ট্রোলারদের হাত থেকে ‘রক্ষা’ পেতেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। ভক্তদের মন খারাপ। তিনি যে এমনটা করবেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তাঁরা।

নিজের একটি ‘মিরর সেলফি’ পোস্ট করেছিলেন ২০০০’র হট অ্যান্ড হ্যাপেনিং এই নায়িকা। কিন্তু সেই ছবি পোস্ট করতেই শুরু নিন্দার ঝড়। একের পর এক নেতিবাচক মন্তব্য ভরে গিয়েছে। শুরু হয় তুমুল তুলোধনা। সেই ছবি মুছতে বাধ্য হন আয়েশা। শুধু কি তাই? লক্ষ লক্ষ অনুরাগী থাকা তাঁর সেই ভেরিফায়েড প্রোফাইলটিও আর দেখা যাচ্ছে না। অনেকেই মনে করছেন প্রোফাইলও মুছে দিয়েছেন তিনি। বিদায় জানিয়েছেন সামাজিক মাধ্যমকে। তিনি অভিনেত্রী। প্রোফাইল মুছে দেওয়া তাঁর ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নয় বলেই মনে করছেন অনেকে।

উল্লেখ্য, যদিও অতীতে আয়েশা জানিয়েছিলেন, তাঁর অভিনেত্রী ট্যাগের পাশে ‘প্রাক্তন’ লিখতেই পছন্দ করবেন তিনি। জানিয়েছিলেন, বলিউডে ফেরার আর কোনও ইচ্ছে নেই তাঁর। তিনি বলেন, “নিজের জীবন খুব ভাল ভাবেই কাটাচ্ছি আমি। তাই সবাইকে অনুরোধ আমার জীবন নিয়ে এত ভাববেন না। আপনাদের মতামত আমার দরকার নেই। জীবনে উন্নত করুন। একজন সুখী মহিলা কেমন দেখতে হবে, সেটা আপনাদের বলে দিতে কেউ বলেনি।”

Next Article