আয়ুষ্মান খুরানা সব সময়ই চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করেছেন। নানা ধরণের চরিত্রে অভিনয়ও করেছেন। তিনি সব সময় নতুন পরিচালকের সঙ্গে কাজ করতে আগ্রহী। আরও একবার নতুন পরিচালক অনুভূতি কাশ্যপের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন তিনি। ছবির নাম ‘ডক্টর জি’। এক গাইনোকোলজিস্টের ভূমিকায় অভিনয় করছেন আয়ুষ্মান। মূলত এটি একটা কমেডি ছবি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আয়ুষ্মান জানিয়েছেন অনুভূতি একজন দারুণ গল্পকার। স্ক্রিপ্টও দারুণ পছন্দ হয়েছে। আয়ুষ্মান স্ক্রিপ্টের ব্যাপারে খুবই খুঁতখুঁতে। স্ক্রিপ্টে নতুনত্ব কিছু থাকলে তবেই উনি ছবি করেন। আয়ুষ্মান ‘ডক্টর জি’ নিয়ে বলেছেন, “আমরা নতুন ধরণের গল্প নিয়ে আসছি। আশা করি দর্শকদের ভাল লাগবে।”
আয়ুষ্মান সব সময় নতুন পরিচালকের সঙ্গে কাজ করতে আগ্রহী। তাঁর ঝুলিতে নতুন পরিচালকদের লম্বা লিস্ট। ২০১৭ সালে তিনি পরিচালক আকাশ রায়ের সঙ্গে ‘মেরি প্যায়ারি বিন্দু’, রাজ শান্ডিল্যর সঙ্গে ‘ড্রিম গার্ল’ এবং ২০২০ সালে পরিচালক হিতেশ কেবাল্যর সঙ্গে ‘শুভ মঙ্গল জাদা সাবধান’ করেছেন। এ বার সেই লিস্টে ঢুকলেন অনুভূতি কাশ্যপ। নতুন পরিচালকদের সঙ্গে কাজ করার ব্যাপারে আয়ুষ্মান বলেছেন, “নতুন পরিচালকরা সব সময় হাই-রিস্ক আইডিয়া নিয়ে আসে। এই রিস্কটাই আমায় সব থেকে বেশি টানে। আমি বিশ্বাস করি রিস্ক ছাড়া কোনও নতুন সৃষ্টির জন্ম হয় না। আইডিয়ার জায়গায় আমাদের আরও সাহসী হতে হবে।” তিনি আরও জানিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রিকে আরও ভাঙতে হবে। নতুনদের সুযোগ দিতে হবে।
আরও পড়ুন :সময় লেগে গেল ১৫ বছর! আবার কলম ধরছেন জাভেদ আখতার
আয়ুষ্মান খুরানা এই মুহূর্তে পরিচালক অভিষেক কাপুরের ‘চণ্ডীগড় কারে আশিকি’ এবং অনুভব সিনহার ‘অনেক’ নিয়ে ব্যস্ত।