Azmeri On Bangladesh: ‘ভাঙা হল বঙ্গবন্ধুর মূর্তি, এ কেমন উল্লাস’? উত্তরে বিস্ফোরক অভিনেত্রী আজমেরী

Azmeri Haque Badhon: মুহূর্তে ভেঙে ফেলা হল বঙ্গবন্ধুর মূর্তি। যে ছবি মেনে নিতে পারছেন না অনেকেই। এটা কাম্য ছিল না, এমন পোস্টে ভরছে সোশ্যাল মিডিয়ার পাতা। আন্দোলনের জয়ে এ কেমন উল্লাস? TV9 বাংলার কাছে মুখ খুললেন বাংলাদেশ অভিনেত্রী আজমেরি হক বাঁধন।

Azmeri On Bangladesh: 'ভাঙা হল বঙ্গবন্ধুর মূর্তি, এ কেমন উল্লাস'? উত্তরে বিস্ফোরক অভিনেত্রী আজমেরী
Follow Us:
| Updated on: Aug 07, 2024 | 4:50 PM

ছাত্র আন্দোলন। বিক্ষোভ। সংঘর্ষ। হত্যা। বাংলাদেশে গত একমাসে পরতে-পরতে পাল্টেছে আন্দোলনের ছবি। যা একমাসের মাথায় এসে চরম আকার ধারণ করে। চাপে পড়ে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। দিয়েছেন প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফাও। এরপরই পলকে পাল্টে যায় বাংলাদেশের স্বরূপ। গত ৪৮ঘণ্টায় হত্যা, ডাকাতি, অগ্নিসংযোগের মতো একাধিক ঘটনা সামনে আসছে। জ্বলছে বাংলাদেশ। মুহূর্তে ভেঙে ফেলা হল বঙ্গবন্ধুর মূর্তি। যে ছবি মেনে নিতে পারছেন না অনেকেই। এটা কাম্য ছিল না, এমন পোস্টে ভরছে সোশ্যাল মিডিয়ার পাতা। আন্দোলনের জয়ে এ কেমন উল্লাস? TV9 বাংলার কাছে মুখ খুললেন বাংলাদেশ অভিনেত্রী আজমেরি হক বাঁধন।

ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বললেন, ‘আমি সততার সঙ্গে বলি, এই যে বঙ্গবন্ধু, উনি আম-লিগের নন, উনি বাংলাদেশের। উনি বাংলাদেশের জাতির জনক। ওনাকে যে শ্রদ্ধা, যে সম্মান আমরা দিই, বা দিতে চেয়েছি, সেটা সম্পূর্ণ রূপে ধ্বংস করেছেন তাঁর সন্তানদ্বয়। যা হয়েছে তা অবশ্যই একটা ঘৃণার বিষয়। কিন্তু এই পরিস্থিতি পর্যন্ত আনল কারা? আমি আপনাদের বলছি, বাংলাদেশের মানুষ এখনও বিশ্বাস করেন যে, বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বঙ্গবন্ধু আমার দেশকে স্বাধীন করেছেন। ফলে তাঁর জায়গা এভাবে অসম্মানিত হওয়ার নয়।’

না, কেবল মূর্তি ভাঙা নয়, পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় তাঁর বাড়ি, যা বর্তমানে মিউডিয়াম করে রাখা হয়েছিল। মুছে গেল বাংলাদেশের এক বড় ইতিহাস, এই বিষয়ও একইভাবে দুঃখ প্রকাশ করেন আজমেরী। বললেন, ‘বঙ্গবন্ধুর বাড়ি পুড়ে ছাই। এটা সত্যি খুব খারাপ। দয়া করে আমার কথাগুলো মানুষ পর্যন্ত পৌঁছে দেবেন। যাঁরা নিজেদের স্বার্থে অনেক কিছু করছেন, চাইছেন, এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে, এটা প্রমাণ করতে চাইছেন, শেখ হাসিনা না থাকলে আমাদের অবস্থা কেমন হবে? অনেকে এমন আছেন, যাঁরা সাম্প্রদায়িক সম্পৃতিতে বিশ্বাস করেন না। তাঁরা উষ্কানিমূলক কাজ করেন, অনেকে এমন আছেন, যাঁরা লুট করতে চান, এখান থেকে আমাদের বের হতে হবে। এটা আমাদের সকলের যুদ্ধ।’