BAFTA 2021: শিকে ছিঁড়ল না আদর্শের, প্রিয়াঙ্কার স্টাইল স্টেটমেন্ট প্রশংসিত হল বিদেশের মাটিতেও

Apr 12, 2021 | 12:04 PM

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মতো বাফটার মঞ্চেও মহিলাদের জয়গান। শ্রেষ্ঠ ছবির শিকে ছিঁড়ল চিনা পরিচালক ক্লো জাও-র ছবি 'নোম্যাডল্যান্ড'-এর কপালে।

BAFTA 2021: শিকে ছিঁড়ল না আদর্শের, প্রিয়াঙ্কার স্টাইল স্টেটমেন্ট প্রশংসিত হল বিদেশের মাটিতেও
প্রিয়াঙ্কার স্টাইল স্টেটমেন্ট নজর কাড়ল বিদেশের মাটিতেও।

Follow Us

BAFTA(ব্রিটিশ অ্যাকাদেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস) অধরাই রইল আদর্শ গৌরবের। ‘দ্য হোয়াইট টাইগার’-এর জন্য শ্রেষ্ঠ অভিনেতার তকমা উঠল না তাঁর মুকুটে। পরিবর্তে শ্রেষ্ঠত্বর শিরোপা ছিনিয়ে নিয়ে গেলেন অ্যান্থনি হপকিনস, দ্য ফাদার ছবির জন্য। রবিবার মধ্যরাতে লন্ডনের রয়াল অ্যালবার্ট হলে অনুষ্ঠিত হল ওই অনুষ্ঠান।

হাজির ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাসও। এর আগে বাফটার মনোনয়ন ঘোষণা করেছিলেন ওঁরাই। প্রিয়াঙ্কার স্টাইল স্টেটমেন্ট নজর কাড়ল বিদেশের মাটিতেও।

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মতো বাফটার মঞ্চেও মহিলাদের জয়গান। শ্রেষ্ঠ ছবির শিকে ছিঁড়ল চিনা পরিচালক ক্লো জাও-র ছবি ‘নোম্যাডল্যান্ড’-এর কপালে। এখানেই শেষ নয়। ছবিটি শ্রেষ্ঠ ছবি হওয়ার পাশাপাশি আরও তিন বিভাগে ছিনিয়ে নিয়েছে পুরস্কার। ওই তিন বিভাগ হল, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফি এবং শ্রেষ্ঠ অভিনেত্রী যা পেইয়েছেন ফ্র্যান্সি ম্যাকডরম্যান্ড।


এক ঝলকে দেখে নেওয়া যাক BAFTA 2021-এ বিজয়ীদের তালিকা– 

শ্রেষ্ঠ ছবি- নোম্যাডল্যান্ড

শ্রেষ্ঠ ব্রিটিশ ছবি- প্রমিসিং ইয়ং ম্যান

পরিচালক- ক্লো জাও, ‘নোম্যাডল্যান্ড’ ছবির জন্য

শ্রেষ্ঠ চিত্রনাট্য (অরিজিনাল)- প্রমিসিং ইয়ং ম্যান

শ্রেষ্ঠ চিত্রনাট্য (অ্যাডপটেড)- দ্য ফাদার

শ্রেষ্ঠ অভিনেত্রী- ফ্র্যান্সি ম্যাকডরম্যান্ড, নোম্যাডল্যান্ড ছবির জন্য

শ্রেষ্ঠ অভিনেতা- অ্যান্থনি হপকিন্স, দ্য ফাদার ছবির জন্য

শ্রেষ্ঠ সহঅভিনেত্রী- ইউ-জুং-ইয়ং, মিনারি ছবির জন্য

শ্রেষ্ঠ সহঅভিনেতা- ড্যানিয়েল কালুয়া, জুডাশ এবং ব্ল্যাক মসিহা ছবির জন্য

শ্রেষ্ঠ তথ্যচিত্র- মাই অক্টোপাস টিচার

শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফি- জোসুহা জেমস রিচার্ডস, নোম্যাডম্যান্ড ছবির জন্য

রাইসিং স্টার- বুক্কি বাকরে

 

Next Article