AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

KIFF উদ্বোধনী মঞ্চ থেকে বড় ঘোষণা, বঙ্গবিভূষণ সম্মান পেলেন শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়

এদিনের অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক হয়ে দাঁড়ায় বঙ্গবিভূষণ সম্মান। ধনধান্য মঞ্চ থেকেই ঘোষণা করা হল আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত। মঞ্চে উপস্থিত দুই তারকার মুখে এদিন হাসি। নিজের নাম শোনা মাত্রই আবেগঘন শত্রুঘ্ন সিনহা। মঞ্চে দাঁড়িয়ে বললেন...

KIFF উদ্বোধনী মঞ্চ থেকে বড় ঘোষণা, বঙ্গবিভূষণ সম্মান পেলেন শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়
| Edited By: | Updated on: Nov 06, 2025 | 5:10 PM
Share

৩১ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে প্রতিবারের মতো এবারও তারকার মেলা। বলিউড থেকে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধনধান্যে মঞ্চে হাজির হয়েছেন রমেশ সিপ্পি, শত্রুঘ্ন সিনহা, আরতি মুখোপাধ্যায়। শুরুতেই নৃত্য অনুষ্ঠান পরিবেশন করলেন ডোনা গঙ্গোপাধ্যায়। এছাড়াও এবারের বিশেষ অতিথির আসন আলোকিত করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, তিলোত্তমা সোম, গৌতম ঘোষ, রঞ্জিত মল্লিক, লিলি চক্রবর্তী, শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রী চিরঞ্জিত চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, রাজ চক্রবর্তী, পাওলি দাম, দেব সহ আরও অনেকে।

এদিনের অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক হয়ে দাঁড়ায় বঙ্গবিভূষণ সম্মান। ধনধান্য মঞ্চ থেকেই ঘোষণা করা হল আরতি মুখোপাধ্যায় ও শত্রুঘ্ন সিনহাকে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত। মঞ্চে উপস্থিত দুই তারকার মুখে এদিন হাসি। নিজের নাম শোনা মাত্রই আবেগঘন শত্রুঘ্ন সিনহা। মঞ্চে দাঁড়িয়ে বললেন, “ভারতীয় ছবি আমাদের গর্ব। গত পাঁচ বছর ধরে আমি প্রতিবার আসছি। তবে এবার আমি সত্যি খুব খুশি ও চমকিত হয়েছি। কারণ আমি সত্যি এটা জানতাম না। এখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে জানলাম, আমি বঙ্গবিভূষণ সম্মান হলাম।”

বঙ্গবিভূষণে পুরস্কৃত হয়েছেন আরতি মুখোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তাঁর উদ্দেশ্যে বললেন, “আরতি মুখোপাধ্যায়কে আমরা সেভাবে কিছুই দিতে পারেনি। বললাম, আপনি হয়তো অনেক পেয়েছেন জীবনে। আমাদের এই পুরস্কার যে আপনি গ্রহণ করলেন। আমি কৃতজ্ঞ। আমরা তাঁর সুস্থতা কামনা করি। গানের মধ্যেই থাকবেন। কত সুর, কত গান, আমাদের সব মনে পড়ে।”

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে থামিয়ে আবেগঘন আরতি মুখোপাধ্যায় বললেন, “আমি কিন্তু খুব ভালবেসে নিয়েছি। আপনি শিল্পীদের খুব ভালবাসেন। বিশেষ করে সঙ্গীত। যখনই কোনও সমস্যা হয়, আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমি প্রথমবার এমন একজন মুখ্যমন্ত্রীকে দেখলাম, যিনি এই বিষয়টা নিয়ে ভাবেন। সত্যি বলছি। আমি সব সময় বলে থাকি। আমি কাঁদছিলাম। ভাল থেকো তুমি।”