তখন তাঁরা একের পর এক ছবিতে অভিনয় করে চলেছেন। ‘বান্টি অউর বাবলি’, ‘যুবা’, ‘লাগা চুনরি মে দাগ’, ‘কভি আলবিদা না কহেনা’। একের পর এক হিট ছবি। এক দিকে রানি মুখোপাধ্য়ায় এবং অভিষেক বচ্চনের জুটিকে বড়পর্দায় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক। তেমনই নাকি অফস্ক্রিনেও একে অপরের অনেকটা কাছাকাছি এসেছিলেন তাঁরা। বলিপাড়ায় কান পাতলে এখনও সেই চর্চা শোনা যায়। ২০২৪ সালের মহাষ্টমীর দিন আবারও সেই আলোচনা পুনরায় উঠে এল।
এ দিন মুখোপাধ্য়ায়দের বাড়ির পুজোয় অতিথি হিসাবে এসেছিলেন জয়া বচ্চন এবং তাঁর মেয়ে শ্বেতা বচ্চন। মণ্ডপে বসেই রানির সঙ্গে গল্প জুড়লেন মা-মেয়ে। এমনকি এ দিন অমিতাভ বচ্চনের জন্মদিন থাকায়। জয়া বচ্চনকে বিগ বি’র জন্মদিনের শুভেচ্ছাও জানান রানি। যে ভিডিযো ভাইরাল হয়েছে নিমেষে। সেই ভিডিয়ো দেখেই কয়েক বছর আগের স্মৃতিতে ডুব দিয়েছেন রানির অনুরাগীরা। বরং খানিকটা বিরক্তই হয়েছেন সবাই। কেউ কেউ লেখেন, “যে জয়ার জন্য প্রেম ভাঙল তাঁর সঙ্গেই গল্প করছেন রানি।” আবার কেউ লেখেন, “রানির সঙ্গে জয়ার সম্পর্ক এত ভাল হল আবার কবে থেকে!”
শোনা যায়, জয়া চাননি অভিষেক এবং ঐশ্বর্যর সম্পর্কটা থাকুক। যে কারণে, তাঁদের সম্পর্ক বেশি দূর এগোয়নি। তাই ‘লগা চূনড়ি দাগ’ ছবির শুটিংয়ের সময়ই শেষ হয়ে যায় তাঁদের সম্পর্ক। প্রসঙ্গত, সে সময় রানি এবং ঐশ্বর্য রাই বচ্চন ভাল বন্ধু ছিলেন। পরবর্তীকালে তাঁদের বন্ধুত্বেও ছেদ পড়ে। একের অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। অনেকের ধারণা অভিষেকের সঙ্গে সম্পর্ক তৈরির পড়েই রানি এবং ঐশ্বর্যর সম্পর্কের অবনতি হয়। উল্লেখ্য, বর্তমানে বচ্চন পরিবারে নাকি সমস্যা চলছে। ঐশ্বর্যর সঙ্গে অভিষেকের বিয়ে নাকি ভাঙতে চলেছে। এই আলোচনার মাঝে জয়ার সঙ্গে রানির বন্ধুত্ব মোটেই ভাল ভাবে দেখছেন না কেউ।