AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রূপাঞ্জনার ৬ বছরের ছোট স্বামীকে ‘ছেলে’ বললেন ব্যক্তি, কুরুচিকর মন্তব্যে মেজাজ হারালেন অভিনেত্রীর বর

Rupanjana Mitra: স্বামী ৬ বছরের ছোট বলে কথা শুনতেই হবে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রকে। এ কেমন কথা। তাঁদের কি কেউ সুখে থাকতে দেবেন না। এটা কী ধরনের অসভ্যতা। এই রুচিহীনতা দেখে মেজাজ ঠিক রাখতে পারলেন না রূপাঞ্জনার স্বামী রাতুল মুখোপাধ্যায়। এক হাত নিলেন।

রূপাঞ্জনার ৬ বছরের ছোট স্বামীকে 'ছেলে' বললেন ব্যক্তি, কুরুচিকর মন্তব্যে মেজাজ হারালেন অভিনেত্রীর বর
রূপাঞ্জনা মিত্র এবং রাতুল মুখোপাধ্যায়।
| Updated on: May 21, 2024 | 3:11 PM
Share

১৯ এপ্রিল বিয়ে করেছেন বাংলা ফিল্ম জগতের দাপুটে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। প্রথম বিয়ে অসফল। কিন্তু তাতে কী! জীবন কি থেমে থাকবে? এক্কেবারেই নয়। বছর খানেক আগে এক প্রতিভাবানকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন রূপাঞ্জনা। প্রেমিক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে থাকার পর তাঁকে ২০২৪ সালের এপ্রিলেই বিয়েটা করলেন অভিনেত্রী। জানিয়েছেন, এই বিয়ের সিদ্ধান্ত তাঁর ছেলে রিয়ানের কথা মাথায় রেখেই। বিয়ের একমাসের মধ্যেই মধুচন্দ্রিমায় কাশ্মীরে উড়ে গিয়েছেন অভিনেত্রী। সঙ্গে কেবল রাতুন নন, গিয়েছেন তাঁদের সন্তান রিয়ানও। এয়ারপোর্ট থেকে ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। পাল্টে ফেলেছেন চুলের রংও। ছবি পোস্ট হতেই কু-কথা বলতে শুরু করে দিয়েছে নিন্দুকেরা। তার মধ্যে একজনের মন্তব্য দেখে একেবারেই মাথা ঠিক রাখতে পারেননি রাতুল। এক হাত নিয়েছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Ratool Mukherjee (@im_ratoolmukherjee)

সেই নিন্দুক পোস্টে লিখেছে, “সফল স্বাধীন মা ছুটি কাটাচ্ছেন তাঁর দুই মিষ্টি পুত্রের সঙ্গে।” অর্থাৎ, রাতুলকে রূপাঞ্জনার পুত্র বলেছেন সেই ব্যক্তি। কমেন্ট পড়ে আর মাথা ঠিক রাখতে পারেননি রাতুল। গর্জে উঠে পাল্টা উত্তর দিয়েছেন মার্জিত কায়দায়। তিনি লিখেছেন, “আপনার কয়েক সেকেন্ডের খ্যাতিকে অভিনন্দন জানাই। এবং আপনার দুর্দান্ত কমেন্টকেও। ঈশ্বর আপনার এবং আপনার ৮০০জন অনুগামীর মঙ্গল করুন।”

ঘটনাচক্রে অভিনেতা-পরিচালক রাতুল রূপাঞ্জনার চেয়ে বয়সে ৬ বছরের ছোট। এই ছোট হওয়ার কারণে তাঁকে এবং অভিনেত্রীকে নানা জনে নানাভাবে ট্রোল করেছেন। সব দেখে শুনে রূপাঞ্জনা-রাতুলের খারাপই লেগেছে। তিনি একবার TV9 বাংলাকে বলেওছিলেন, “আসলে এগুলো ছোট মনের পরিচয়। মানুষের তো খেয়েদেয়ে কোনও কাজ নেই। কারও সুখ সহ্য করতে পারেন না।”