রাত পোহালেই শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কোন কোন বাংলা ছবি থাকছে?

স্বরলিপি ভট্টাচার্য |

Jan 07, 2021 | 8:39 PM

রাত পোহালেই শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। এ বছরের মূল মন্ত্র ‘শো মাস্ট গো অন’।

রাত পোহালেই শুরু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, কোন কোন বাংলা ছবি থাকছে?
‘সহবাসে’ ছবিতে ঈশা এবং অনুভব।

Follow Us

আগামিকাল থেকে শুরু হচ্ছে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF 2021)। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ভার্চুয়ালি উৎসবের সূচনা করবেন। প্রতি বছরের মত এবছরও উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন শাহরুখ খান। যদিও কিং খান ভার্চুয়ালি উদ্বোধনে সামিল হবেন। সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ হবে এবছরের উদ্বোধনী ছবি। অতিমারীকে মাথায় রেখে ছবি দেখানোয় কিছু নিয়ম কানুন বেঁধে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ৫০ শতাংশ আসন সংরক্ষণ করে দেখানো হবে ছবি। প্রতিটা শো শেষ হবার পর পুরো হল স্যানিটাইজ করা হবে। এ-বছর হল সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে। নন্দন, রবীন্দ্রসদন, শিশিরমঞ্চ ছাড়াও রবীন্দ্রওকাকুরা ভবনে দেখানো হবে ছবি।

এ বছর বিনামূল্যে ডেলিগেট কার্ডের জন্য আবেদন করা যাচ্ছে। তবে ডেলিগেট কার্ড থাকলেও ইচ্ছেমত হলে গিয়ে ছবি দেখা যাবে না। ছবি দেখার আগে ‘বুক মাই শো’-তে গিয়ে আসন সংরক্ষণ করতে হবে। এবছর ৪৫টা দেশের ১৩১টা ছবি দেখানো হচ্ছে। এরমধ্যে ৮১টা ফিচার ফিল্ম এবং ৫০ টা শর্ট-ডকুমেন্টরি ছবি দেখানো হচ্ছে। এবারের ‘বেঙ্গলি প্যানোরমা’-য় থাকছে একগুচ্ছ নতুন বাংলা ছবি। রয়েছে অঞ্জন কাঞ্জিলালের ‘সহবাসে’। অভিনয়ে ঈশা সাহা এবং অনুভব কাঞ্জিলাল। রয়েছে সুব্রত সেনের ‘মানব মানবী’, অভিনয়ে রাহুল এবং অরুণিমা। বাসবদত্তা চট্টোপাধ্যায় অভিনীত ‘মিছিল’ থাকছে তালিকায়, পরিচালনায় ‘দুধ পিঠের গাছ’খ্যাত উজ্জ্বল বসু এবং সুরজিৎ নাগ। ‘বিষ’ , ‘শূন্য’, ‘তিতলি’, ‘দয়া’—বেশ কিছু নতুন ছবি জায়গা করে নিয়েছে ‘বেঙ্গলি প্যানোরমা’য়।

আরও পড়ুন, ‘থপ্পড়’-এর পরিচালক অনুভব সিনহা থাকছেন এবারের ফিল্ম ফেস্টিভ্যালে

এ বছর ভারতীয় ছবির প্রতিযোগিতা বিভাগে রয়েছে একটিই বাংলা ছবি, শুভ্রজিৎ মিত্রর ‘অভিযাত্রিক’। পরিচালক মধুর ভান্ডারকর এই ছবির প্রযোজক। অভিনেতা ঋদ্ধি সেনের শর্ট ফিল্ম ‘কোল্ডফায়ার’ও রয়েছে প্রতিযোগিতায়। এবছর স্পেশাল ট্রিবিউটের তালিকায় আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋষি কাপুর, ইরফান খান, কিম কি দুক এবং ফেলিনি।

আরও পড়ুন, কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল-এ ‘চিকেন তেহারি’

রাত পোহালেই শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব। এ বছরের মূল মন্ত্র ‘শো মাস্ট গো অন’। এক সপ্তাহ ধরে সিনেপ্রেমীরা গা ভাসাবে উৎসবে।

Next Article