‘পাতাললোক’ খ্যাত অভিষেকের বদলে এ বার রুদ্রনীল, শুরু হচ্ছে ‘আবার বছর কুড়ি পরে’র শুটিং

বিহঙ্গী বিশ্বাস | Edited By: Debasmita Chakraborty

Jan 12, 2021 | 12:00 AM

প্রায় এক বছর শুরু হচ্ছে 'আবার বছর কুড়ি পরে'-র শুটিং। লকডাউনের জন্য আটকে গিয়েছিল ছবির শুটিং। এয়ারপোর্ট থেকে কলাকুশলীরা ফিরে এসেছিলেন।

পাতাললোক খ্যাত অভিষেকের বদলে এ বার রুদ্রনীল, শুরু হচ্ছে আবার বছর কুড়ি পরের শুটিং
রুদ্রনীল ঘোষ।

Follow Us

রণজিৎ দে: প্রায় এক বছর শুরু হচ্ছে ‘আবার বছর কুড়ি পরে’-র শুটিং। লকডাউনের জন্য আটকে গিয়েছিল ছবির শুটিং। এয়ারপোর্ট থেকে কলাকুশলীরা ফিরে এসেছিলেন। এই ১৮ জানুয়ারি থেকে আবার শুরু হচ্ছে ছবির শুটিং।

গত বছর মার্চে শুটিং শুরু হওয়ার কথা ছিল পরিচালক শ্রীমন্ত সেনগুপ্তের এই ছবির। কাস্টিংয়ে একটু রদবদল ঘটেছে। প্রথমে অভিনয় করার কথা ছিল আবির চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, তনুশ্রী এবং ‘স্ত্রী’, ‘পাতাললোক’খ্যাত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এখন আবির, অর্পিতা, তনুশ্রী অভিনয় করলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ছবিতে আর অভিনয় করছেন না বলেই খবর। এই ছবি দিয়েই অভিষেকের বাংলা ছবিতে হাতেখড়ি হত। কিন্তু এখন অভিষেকের বদলে অভিনয় করছেন এখন রুদ্রনীল ঘোষ।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলিউডে এখন চেনা মুখ। ‘পাতাললোক’-এর পর অভিষেকের বাজার এখন তুঙ্গে। ব্যস্ততার কারণেই কি সরে এলেন তিনি? পরিচালক শ্রীমন্ত সেনগুপ্ত বলেন, “একদমই তাই। প্রায় বছরখানেক পর আমরা আবার শুটিং শুরু করছি। এই মুহূর্তে অভিষেকের কোনও ডেট নেই। আমরাও আর খুব বেশি দেরি করতে চাই না। তাই অভিষেকের বদলে রুদ্রনীলের কথা ভেবেছি। এর পিছনে আর অন্য কোনও কারণ নেই। অভিষেকের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভাল।”

‘কুড়ি বছর’ আগের এবং পরের লুকে কলাকুশলীরা 

কুড়ি বছর পরে স্কুলের বন্ধুদের রিইউনিয়নের গল্প ‘আবার বছর কুড়ি পরে’। অরুণ, বনি, নীলাঞ্জনা এবং দত্ত-স্কুলের এই চার বন্ধু কুড়ি বছর পর আবার একত্রিত হচ্ছে। কুড়ি বছরে বন্ধুত্ব কি বদলাল, এই নিয়েই ছবির গল্প। ‘দত্ত’র চরিত্রে অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ। নিজের চরিত্র নিয়ে রুদ্র বলেন, “দত্ত একেবারে ৮০ শতাংশ বাঙালি ছেলে। মধ্যবিত্ত এবং সাদামাটা। দত্ত জানে প্রথম বেঞ্চে বসা মানেই অনেক দায়িত্ব। তাই সে সব সময় সেকেন্ড বেঞ্চে বসে। দত্ত হাসিখুশি। আমার চরিত্রটা ভাল লেগেছে।”

অরুণের চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায়। বনি অর্পিতা চট্টোপাধ্যায় এবং নীলাঞ্জনার চরিত্রে তনুশ্রী চক্রবর্তী অভিনয় করছেন। ‘সোয়েটার’ এবং ‘ভটভটি’র পর পিএসএস এন্টারটেইনমেন্টস এবং প্রমোদ ফিল্মস-এর এটি তৃতীয় ছবি। ‘ভটভটি’ মুক্তির অপেক্ষায়। ছবির মিউজিক করছেন ‘প্রেমে পড়া বারণ’খ্যাত সুরকার রণজয় ভট্টাচার্য। ‘আবার বছর কুড়ি পরে’-র শুটিং কলকাতা ছাড়াও দার্জিলিংয়ে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসের গোড়াতেই গোটা টিম দার্জিলিং রওনা দেবে।

Next Article