ডিভোর্সের ৫ মাসের মধ্য়েই ফের প্রেমে টলিনায়ক!কার জীবনে উঁকি দিল রোম্যান্স?

স্টুডিয়োপাড়ায় আবারও নতুন প্রেমের গুঞ্জন। কিছু দিন আগেই তাঁর সম্পর্ক ভাঙার খবর শোনা গিয়েছিল। এখন আবারও নাকি নতুন করে নায়ক প্রেমে পড়েছেন। শোনা যাচ্ছে এবার নাকি আর কোনও নায়িকা নন। বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে?

ডিভোর্সের ৫ মাসের মধ্য়েই ফের প্রেমে টলিনায়ক!কার জীবনে উঁকি দিল রোম্যান্স?
Follow Us:
| Edited By: | Updated on: Dec 06, 2024 | 7:26 PM

স্টুডিয়োপাড়ায় আবারও নতুন প্রেমের গুঞ্জন। কিছু দিন আগেই তাঁর সম্পর্ক ভাঙার খবর শোনা গিয়েছিল। এখন আবারও নাকি নতুন করে নায়ক প্রেমে পড়েছেন। শোনা যাচ্ছে এবার নাকি আর কোনও নায়িকা নন। বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? তিনি হলেন অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়।

‘আলো ছায়া’ সিরিয়ালের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। সেই ধারাবাহিকের সেটেই অভিনেত্রী ইপ্সিতা মুখোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয় অর্ণবের। সেখান থেকেই তাঁদের প্রেমের শুরু। অর্ণব-ইপ্সিতার প্রেম, সম্পর্ক নিয়ে আলোচনাও হয়েছে বিস্তর। আইনি বিয়েও করে নেন অনেক তাড়াতাড়ি। তার পর সিদ্ধান্ত নেন সম্পর্ক থেকে বেরিয়ে আসার। দ্বিতীয়বার নিজেদের সম্পর্ককে সুযোগ দেওয়ার পরেও ভেঙে যায় তাঁদের সম্পর্ক। কিছু দিন আগে অর্ণবের সঙ্গে ডিভোর্সের ঘোষণা করেন ইপ্সিতা।

সম্প্রতি নায়কের বাহুডোরে দেখা গিয়েছে একজনকে। সেই ছবি প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে বিস্তর আলোচনা। ইপ্সিতার সঙ্গে বিচ্ছেদের কয়েক মাস কাটতে না কাটতেই আবার প্রেমে অভিনেতা। তবে ছবি নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্ট করতে না করতেই মুছে দিয়েছেন সেই ছবি। শোনা যাচ্ছে, নায়কের নতুন প্রেমিকা অভিনয় পেশার সঙ্গে যুক্ত নয়। তিনি নাকি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আবার সেই সঙ্গে তিনি মডেলিংও করেন। তবে এবার নিজের প্রেম নিয়ে কোনও কথা বলতেই রাজি নন অভিনেতা। সবটাই লাইমলাইটের আড়ালে রাখতে চান।