India vs Australia 4th Test Toss: বক্সিং ডে-তে বিরাট সারপ্রাইজ রোহিতের, ব্যাটারের পরিবর্তে অলরাউন্ডার!
IND vs AUS Boxing Day Test, Confirmed XI: মেলবোর্ন টেস্টের দু-দিন আগে সাংবাদিক সম্মেলনে রোহিত জানিয়েছিলেন, স্কোয়াডে দুই স্পিনার থাকলেও অবসর নেওয়া অশ্বিনের বিকল্প প্রয়োজন ছিল, সে কারণেই তনুষ কোটিয়ানকে যোগ করা হয়েছে। মেলবোর্ন এবং সিডনিতে দুই স্পিনার খেলানোর ইঙ্গিতও দিয়েছিলেন। সেটাই সত্যি হল।
আইকনিক মেলবোর্ন। কিংবদন্তি শেন ওয়ার্নের মাঠ। টসের আগে এমনটাই সম্বোধন করেন রবি শাস্ত্রী। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী সঞ্চালকও। ঐতিহ্যের বক্সিং ডে টেস্টে আরও যেন এনার্জেটিক। তবে টসের পর রোহিতের ঘোষণা হয়ে দাঁড়াল বড় সারপ্রাইজ! শুভমন গিল নেই। কিন্তু এর কারণ বলেননি রোহিত। টিম কম্বিনেশনের কথা ভেবেই কি বাদ? কিন্তু শুভমন গিলের মতো স্পেশালিস্ট ব্যাটারের জায়গায় স্পিন বোলিং অলরাউন্ডার!
মেলবোর্ন টেস্টের দু-দিন আগে সাংবাদিক সম্মেলনে রোহিত জানিয়েছিলেন, স্কোয়াডে দুই স্পিনার থাকলেও অবসর নেওয়া অশ্বিনের বিকল্প প্রয়োজন ছিল, সে কারণেই তনুষ কোটিয়ানকে যোগ করা হয়েছে। মেলবোর্ন এবং সিডনিতে দুই স্পিনার খেলানোর ইঙ্গিতও দিয়েছিলেন। সেটাই সত্যি হল। জাডেজার সঙ্গে সুন্দর। সারপ্রাইজ বললেও কম হয় যেন। অজি অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ভারত অধিনায়ক রোহিত বলেন, ‘টস জিতলে আমরাও ব্যাট করতাম। ভালো পিচ। আমাদের বোলিং ভালো করতে হবে। ব্রিসবেনের লড়াইটা দুর্দান্ত ছিল। নতুন পরিস্থিতি, নতুন ম্যাচ, আবারও শুরু করতে হবে।’
এরপরই অবশ্য চমক। শুভমন গিলের বদলে ওয়াশিংটন সুন্দর! রোহিত কি তাহলে ওপেনিংয়ে ফিরছেন? মরণ বাঁচন ম্যাচে ভারতের এখনও অবধি যা ব্যাটিং অর্ডার, তাতে তিনে নামবেন রোহিত। তার আগে অবশ্য অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করতে হবে।
এই খবরটিও পড়ুন
ভারতের একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ
অস্ট্রেলিয়ার একাদশ: উসমান খোয়াজা, স্যাম কন্টাস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ঁ, স্কট বোল্যান্ড