Jasprit Bumrah: ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন জসপ্রীত বুমরা, বছর শেষে পেলেন ‘বড়’ গিফ্ট
ICC Test Rankings: বিশ্বের এক নম্বর বোলার জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় বোলিং বিভাগের নেতৃত্বে তিনি। আগামিকাল মেলবোর্নে শুরু হবে বক্সিং ডে টেস্ট। তার আগে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন বুমরা।
কলকাতা: ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) শ্রেষ্টত্ব যেন সকলের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে ক্রমশ। ২০১৮ সালে টেস্টে অভিষেক হয়েছিল বুমরার। এখনও অবধি ভারতের হয়ে ৪৩টি টেস্ট ম্যাচ খেলেছেন তারকা পেসার। তাঁর টেস্টে ছোট্ট কেরিয়ার। তাতেই অভাবনীয় সাফল্য। বিশ্বের এক নম্বর বোলার তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় বোলিং বিভাগের নেতৃত্বে তিনি। আগামিকাল মেলবোর্নে শুরু হবে বক্সিং ডে টেস্ট। তার আগে ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন বুমরা।
বড়দিনে বড় উপহার পেলেন বুমরা। আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় এক নম্বরে রয়েছেন তিনি। ৯০০ রেটিং পয়েন্ট পাওয়া দ্বিতীয় ভারতীয় বোলার হয়েছেন তিনি। চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে তিন টেস্টে এখনও অবধি ২১টি উইকেট নিয়েছেন বুমরা। এই পারফরম্যান্সের সুবাদে আইসিসির রেটিং পয়েন্টে ১৪ পয়েন্ট যোগ হয়েছে। বুমরার বর্তমান অর্জিত রেটিং পয়েন্ট ৯০৪।
জসপ্রীত বুমরার আগে ভারতের তারকা বোলার রবিচন্দ্রন অশ্বিন আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় ৯০০-র বেশি পয়েন্ট পেয়েছিলেন। ২০১৬ সালের ডিসেম্বরে রবিচন্দ্রন অশ্বিন ইংল্যান্ডের বিরুদ্ধে মুম্বইতে হওয়া চতুর্থ টেস্টের পর ৯০৪ রেটিং পয়েন্ট পেয়েছিলেন। এ বার বুমরাও পৌঁছে গিয়েছেন সেই রেটিং পয়েন্টে। ৯০৪, এটি বুমরার কেরিয়ারের সর্বাধিক রেটিং পয়েন্ট।
এই খবরটিও পড়ুন
আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন কাগিসো রাবাডা। তাঁর অর্জিত রেটিং পয়েন্ট ৮৫৬। এই তালিকায় শীর্ষে থাকা বুমরার সঙ্গে রাবাডার ব্যবধান ৪৮ পয়েন্টের। এই তালিকায় তিনে রয়েছেন জস হ্যাজলউড (৮৫২)। চারে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স (৮২২)। ৭৮৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন সদ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো রবিচন্দ্রন অশ্বিন।