পাপারাজ্জিদের দেখেই মেরি ক্রিসমাস বলে রাহার চিত্কার। বড়দিনে মেয়ে কোলে ফ্রেমবন্দি রণবীর এবং আলিয়া।
ক্রিসমাসে মিস্ট্রিয়াস ছবি পোস্ট করেছেন অভিনেত্রী কৃতী শ্যানন। সান্টা ক্লজের সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেন নায়িকা।
এটাই যেন রিচুয়াল। ২০২৩ সালেও এমনই একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা। ২০২৪ সালেও সেই একই আদুরে ছবি দেখা গেল।
প্রেমিকা সাবা আজাদ সঙ্গে দুই ছেলে এবং পরিবারকে নিয়ে ক্রিসমাসে পোজ দিয়েছিলেন অভিনেতা হৃতিক রোশন।
কিছু দিন আগে এক সাক্ষাত্কারে ক্যাটরিনা কাইফ বলেছিলেন ভিকি কৌশলের বাড়িতে আগে ক্রিসমাস পালনই হত না। কিন্তু বিয়ের পর থেকে হয়। বড় দিনে পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করলেন নায়িকা।
পোশাকে রংমিলান্তি। মেয়ে এষা দেওলের সঙ্গে ক্রিসমাস ট্রিয়ের সামনে পোজ দিলেন হেমা মালিনী।
হাসিমুখে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও। সুন্দর করে সাজিয়েছিলেন ক্রিসমাস ট্রিও।
পোষ্যর সঙ্গে পোজ দিলেন অভিনেত্রী ডায়না পেন্টে। ক্রিসমাসে নায়িকার সেই ছবি নেটপাড়ায় ভাইরাল।