বাংলা সিরিয়ালের ‘গোলগাল’ অভিনেত্রী তিনি। অনেকেই তাঁকে ‘কিউট’ তকমা দিয়েছেন। ‘রানু পেল লটারি’, ‘সংসার সুখের হয় রমণীর গুণে’র মতো ধারাবাহিকে অভিনয় করেছিলেন বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায়। বিগ্রহে লক্ষ্মীঠাকুরকে যেমন দেখতে, দর্শকের মনে হয় তিনি তেমনই। সেরকম লক্ষ্মীমন্ত মেয়ের চরিত্রেই বারবার অভিনয়ের সুযোগ ঘটেছে বিজয়লক্ষ্মীর। কিন্তু কিছু বছর হল তাঁকে আর দেখা যাচ্ছে না সিরিয়ালের পর্দায়। কোথায় হারিয়ে গেলেন বিজয়লক্ষ্মী?
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বিজয়লক্ষ্মী চট্টোপাধ্যায় বলেছেন, “সব ধরনের শরীরিক গড়নই আমি গ্রহণ করতে পারি। কিন্তু একটা নির্দিষ্ট গড়নে নিজেকে দেখতে চেয়েছিলাম বরাবর। সেই জন্যই ৩ বছরের এই বিরতি নিয়েছি, যাতে নিজেকে সেই গড়নে দেখতে পারি।” অনেকটাই ওজন কমিয়েছেন বিজয়লক্ষ্মী। গোলগাল চেহারা নেই আর তাঁর। দীর্ঘ তিন বছর অন্য কোনওদিকে মন না দিয়ে কেবলমাত্র ওজন কমানোই ছিল তাঁর উদ্দেশ্য। এবং তিনি সম্পূর্ণ পাল্টে গিয়েছেন।
কেমন লাগছে বিজয়লক্ষ্মীর এই শারীরিক পরিবর্তন? অভিনেত্রী জানিয়েছেন, তিনি বেশ খুশি নিজেকে নতুন রূপে দেখে। বলেছেন, “এই বিরতির সময়টা আমি খুবই উপভোগ করেছি। নিজের মতো ছিলাম। ওজন কমানোর দিকে মন দিয়েছিলাম। অনেক জায়গায় বেড়াতে গিয়েছি। শেষবার গিয়েছিলাম লাভায়। পাহাড় আমার ভীষণ পছন্দের জায়গা। খুবই ঘুরেছি। এবার আমার কাজে ফেরার পালা।”