AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বিগ বস ১৯’-এ সেরা গৌরব খান্না, জানেন কত টাকা পেলেন পুরস্কার?

দর্শকরা ভেবে ছিলেন বিগ বসের দৌঁড়ে বেশি দূর পর্যন্ত যেতে পারবেন না তিনি। তবে হল উল্টোটাই। উপস্থিত বুদ্ধি, সংযত আচরণ এবং দারুণ বুদ্ধিমত্তাই গৌরবকে এগিয়ে দিল সবার আগে। সঞ্চালক সলমন খান অবশ্য আগে থেকেই বুঝেছিলেন গৌরব খান্নাই হলেন বিগ বস ১৯-এর লম্বা রেসের ঘোড়া।

'বিগ বস ১৯'-এ সেরা গৌরব খান্না, জানেন কত টাকা পেলেন পুরস্কার?
Bigg Boss 19 winner
| Updated on: Dec 08, 2025 | 2:55 PM
Share

গৌরব খান্না। সলমনের চোখে তিনি টেলিভিশনের সুপারস্টার। এমনকী, গোটা বিগ বস সিজন ১৯-এ গৌরব খান্নাকে এই নামেই ডাকতেন সলমন। সেই সুপারস্টারই এবারের বিগ বসে হলেন সেরা। বিগ বস ১৯ জিতলেন গৌরব খান্না। ফার্স্ট রানার আপ হয়েছেন, অভিনেত্রী ফারহানা ভাট, সেকেন্ড রানার আপ হয়েছেন প্রণিত মোর।

বিগ বসের প্রথম দিন থেকে তেমন নজরে পড়েননি গৌরব খান্না। বরং দর্শকরা ভেবে ছিলেন বিগ বসের দৌঁড়ে বেশি দূর পর্যন্ত যেতে পারবেন না তিনি। তবে হল উল্টোটাই। উপস্থিত বুদ্ধি, সংযত আচরণ এবং দারুণ বুদ্ধিমত্তাই গৌরবকে এগিয়ে দিল সবার আগে। সঞ্চালক সলমন খান অবশ্য আগে থেকেই বুঝেছিলেন গৌরব খান্নাই হলেন বিগ বস ১৯-এর লম্বা রেসের ঘোড়া। এমনকী, সলমনই আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিলেন গৌরবের জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী তিনি।

View this post on Instagram

A post shared by THE MRIDUL (@themridul_)

চলতি বছরের ২৪ আগস্ট বিগ বসের অন্দরে পা দেন গৌরব খান্না। বিগ বসে যোগ দিয়ে তিনি জানিয়ে ছিলেন, অর্থের জন্য নয়, বরং অভিনেতা হিসেবে নিজেকে পরখ করতেই এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। চ্যালেঞ্জ নিতে ভালবাসেন তিনি। তাই বিগ বসে আসা। তবে তিনি যে একনম্বর হবেন, তা স্বপ্নেও ভাবেননি। বিগ বসের বিজেতা হিসেবে ৫০ লাখ টাকা পুরস্কার পেলেন অনুপমা ধারাবাহিকে খ্যাত গৌরব।