AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nabanna: রাজ্যের স্কুলগুলোর পুলকার পরিষেবা নিয়ে বড় ঘোষণা পরিবহন দফতরের

School Poolcar: গাড়ির স্বাস্থ্য কতটা ভাল, সেই সম্পর্কে নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা করিয়ে রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্ট সন্তোষজনক হলেই সাদা প্লেট থাকা গাড়িগুলি পুলকার হিসেবে চালানোর অনুমতি পাবে। এদিন বৈঠকে উঠে আসে, একাধিক পুলকার লজঝরে অবস্থায় চলাচল করছে।

Nabanna: রাজ্যের স্কুলগুলোর পুলকার পরিষেবা নিয়ে বড় ঘোষণা পরিবহন দফতরের
স্কুলগুলোর পুলকার নিয়ে বড় নির্দেশিকাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 08, 2025 | 2:37 PM
Share

কলকাতা:  উলুবেড়িয়ায় পুলকার দুর্ঘটনা থেকে শিক্ষা। জারি একাধিক বিধিনিষেধ।রাজ্যের প্রতিটা স্কুলে নির্দেশাবলী ফ্লেক্স আকারে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উলুবেড়িয়ায় মর্মান্তিক পুলকার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তিন শিশুর। নেপথ্যে উঠে আসে পুলকারটির স্বাস্থ্যের গণগত মান নিয়েই।  রাজ্যে সবক’টি পুলকার সংগঠনগুলির সঙ্গে উচ্চপর্যয়ের বৈঠক পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর। জারি করা হল চার দফা বিধি নিষেধ।

একইসঙ্গে, একাধিক নির্দেশাবলী শহর এবং রাজ্যের প্রতিটি স্কুলের বাইরে ফ্লেক্স আকারে লাগানোর সিদ্ধান্ত। পুলকার সংগঠনগুলিকে দায়িত্ব দেওয়া হল এই ফ্লেক্সগুলি দ্রুত স্কুলগুলির আশেপাশের বিভিন্ন অংশে লাগিয়ে দেওয়ার।

একইসঙ্গে, শহর এবং রাজ্যের বুকে ব্যক্তিগত মালিকানাধীন গাড়ি পুলকার হিসেবে ব্যবহৃত হচ্ছে। সোমবার উচ্চ পর্যায়ের এই বৈঠকে বিষয়টি উঠে আসে। বৈঠকে উপস্থিত আইজি ট্রাফিক সুকেশ জৈনকে বিষয়টি নিয়ে ভালোভাবে দেখা নির্দেশ দেন রাজ্যের মন্ত্রী। তবে ব্যক্তিগত মালিকানাধীন অর্থাৎ সাদা নম্বর প্লেট থাকা পুলকার গুলিকে বন্ধ করার ইচ্ছে নেই পরিবহন দফতরের।

বদলে জেলার প্রতিটি পরিবহন দফতরের আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি জেলার তথ্য নিয়ে একটি তালিকা তৈরি করতে। তালিকা অনুযায়ী, এই সাদা প্লেট নম্বর থাকা পুলকারগুলিকে নির্দিষ্ট সময় অন্তর ফিটনেস পরীক্ষা দিতে হবে।

গাড়ির স্বাস্থ্য কতটা ভাল, সেই সম্পর্কে নির্দিষ্ট সময় অন্তর পরীক্ষা করিয়ে রিপোর্ট জমা দিতে হবে। রিপোর্ট সন্তোষজনক হলেই সাদা প্লেট থাকা গাড়িগুলি পুলকার হিসেবে চালানোর অনুমতি পাবে। এদিন বৈঠকে উঠে আসে, একাধিক পুলকার লজঝরে অবস্থায় চলাচল করছে। সেগুলি বড়সড় বিপদ ডেকে আনছে বলেও এদিনের বৈঠকে আশঙ্কা প্রকাশ করা হয়।

যেকারণে পুলিশকে মন্ত্রী তরফে বলা হয়েছে, এই পুলকারগুলির উপরে নজর রাখার জন্য এবং ফিটনেস কতটা রয়েছে সেগুলো রাস্তায় ধরে ধরে পরীক্ষা করানোর জন্য। বর্তমানে কলকাতা, হাওড়া, হুগলির আংশিক, দুই ২৪ পরগনা মিলিয়ে প্রায় সাড়ে তিন হাজার পুলকার চলে। যেগুলি কমার্শিয়াল হিসাবে নথিভুক্ত রয়েছে। এর বাইরেও সাদা প্লেট থাকা গাড়িতে পুলকার চালানো হয়। উত্তরবঙ্গ এবং গৌড়বঙ্গ মিলিয়ে পুলকারের সংখ্যা আরও প্রায় ছয় থেকে সাত হাজার।