AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss: প্রতিযোগীদের প্রতি চরম অবিচার! বিগ বস-এ জেতা টাকার অর্ধেক যাচ্ছে কোথায়?

Reality Show Controversy: অন্যতম চর্চিত রিয়্যালিটি শো হল বিগ বস। যা নিয়ে দর্শকদের মনে নিত্যদিন আলোচনা চলতেই থাকে। এই পর্যায় দাঁড়িয়ে যদি শোনা যায় প্রতিযোগীদের প্রতি অবিচার করছে চ্যানেল তবে কেমন লাগবে? অবাক লাগলেও এবার এমনই সত্যি সামনে এল বিগ বস রিয়্যালিটি শো ঘিরে।

Bigg Boss: প্রতিযোগীদের প্রতি চরম অবিচার! বিগ বস-এ জেতা টাকার অর্ধেক যাচ্ছে কোথায়?
| Updated on: Aug 01, 2024 | 5:20 PM
Share

রিয়্যালিটি শোয়ের জনপ্রিয়তা ভারতের বুকে বরাবরই বেশি। সে কোনও গান-নাচের প্রতিযোগিতা হোক কিংবা বিগ বসের মত লিভিং শো, দর্শক তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে থাকেন এই ধরনের অনুষ্ঠান। TRP-র তালিকায় সবার ওপরে থাকে এই শোগুলো। যার ফলে বিভিন্ন চ্যানেল এই শো বাবদ মোটা টাকা পারিশ্রমিক ধার্য করে থাকে। যার মধ্যে অন্যতম চর্চিত রিয়্যালিটি শো হল বিগ বস। যা নিয়ে দর্শকদের মনে নিত্যদিন আলোচনা চলতেই থাকে। এই পর্যায় দাঁড়িয়ে যদি শোনা যায় প্রতিযোগীদের প্রতি অবিচার করছে চ্যানেল তবে কেমন লাগবে? অবাক লাগলেও এবার এমনই সত্যি সামনে এল বিগ বস রিয়্যালিটি শো ঘিরে।

যে শোয়ের সঞ্চালক সলমন খান। যাঁর চর্চিত মোটা টাকার পারিশ্রমিক নিয়ে তর্জা চলে সোশ্যাল মিডিয়ায়, সেখানেই নাকি শোনা যাচ্ছে প্রতিযোগীরা জেতা টাকা মোটেও হাতে পাচ্ছেন না। সেখান থেকে একটা বড় অংশ কেটে নেওয়া হচ্ছে। এই দাবি করলেন এবার বিগ বস মারাঠি ২-এর বিজেতা শিব ঠাকরে। সম্প্রতি তিনি বিগ বস ১৬-তেও যোগ দিয়েছিলেন। সম্প্রতি এক পডকাস্টে জানান, ৫০ শতাংশের বেশি জেতা অর্থ কেটে নেওয়া হয়। ফাইনাল ঘোষণার আগেই বিগ বস থেকে জানিয়ে দেওয়া হয় ২৫ লাখ টাকা থেকে ৮ লাখ কেটে নেওয়া হবে, যার অর্থ দাঁড়ায় ১৭ লাখ টাকা।

তবে চমক এখানেই শেষ নয়। শিব যখন আদপে টাকাটা হাতে পান, তখন দেখেন, তা মাত্র ১১.৫ লাখ টাকায় দাঁড়িয়েছে। বাকি নাকি অভিভাবকদের প্লেনের টিকিট, পোশাক ও বাকি খরচ বাবদ কেটে নেওয়া হয়েছে। যদিও বিগ বস ১৬ থেকে তিনি সম্ভাব্য ১ কোটি টাকা নিয়ে ফিরেছেন বলেই খবর।