অভিনেতার মুখে বিকট গন্ধ, ঠোঁটে ঠোঁট রাখতেই এ কী হাল বিপাশার?

Bipasa Basu: মাধবন এই ছবির শুটের জন্য বাইরে ছিলেন ১২ থেকে ১৩ দিন। সেখানেই পঞ্জাবের একটি টিম ছিল। যাঁরা রোজ শুটিং দেখতে আসতে।

| Updated on: Nov 05, 2024 | 3:09 PM
আর মাধবন, বলিউডের অন্যতম অভিনেতা, যাঁর সঙ্গে বিপাশা বসু জুটি বেঁধেছিলেন ২০১২ সালে। ছবির নাম 'জোরি ব্রেকার'।

আর মাধবন, বলিউডের অন্যতম অভিনেতা, যাঁর সঙ্গে বিপাশা বসু জুটি বেঁধেছিলেন ২০১২ সালে। ছবির নাম 'জোরি ব্রেকার'।

1 / 8
এই ছবির শুটেই ঘটেছিল ভয়ানক ঘটনা। হঠাৎ কী হয়েছিল বিপাশার? এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন অন্দরমহলের কাহিনি।

এই ছবির শুটেই ঘটেছিল ভয়ানক ঘটনা। হঠাৎ কী হয়েছিল বিপাশার? এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন অন্দরমহলের কাহিনি।

2 / 8
মাধবান খেতে ভীষণ পছন্দ করেন। মাঝে মধ্যেই তাঁকে নানান পদের খাবার খেতে দেখা যায়। সেই কারণেই বেড়েছিল তাঁর শরীরের ওজন।

মাধবান খেতে ভীষণ পছন্দ করেন। মাঝে মধ্যেই তাঁকে নানান পদের খাবার খেতে দেখা যায়। সেই কারণেই বেড়েছিল তাঁর শরীরের ওজন।

3 / 8
মাধবন এই ছবির শুটের জন্য বাইরে ছিলেন ১২ থেকে ১৩ দিন। সেখানেই পঞ্জাবের একটি টিম ছিল। যাঁরা রোজ শুটিং দেখতে আসতে।

মাধবন এই ছবির শুটের জন্য বাইরে ছিলেন ১২ থেকে ১৩ দিন। সেখানেই পঞ্জাবের একটি টিম ছিল। যাঁরা রোজ শুটিং দেখতে আসতে।

4 / 8
সেখানেই তাঁরা নানা রকমের পদ সঙ্গে আনতেন, যা খেতে চলে যেতেন মাধবন। আর তাতেই ঘটে বিপত্তি।

সেখানেই তাঁরা নানা রকমের পদ সঙ্গে আনতেন, যা খেতে চলে যেতেন মাধবন। আর তাতেই ঘটে বিপত্তি।

5 / 8
বিপাশা বসুর সঙ্গে ছিল চুম্বনের দৃশ্যের শুট। তিনি নাকি বেমালুম ভুলেই গিয়েছিলেন। এদিকে বিপাশা মোটেও চাননি মাধবনের সঙ্গে এই দৃশ্য করতে।

বিপাশা বসুর সঙ্গে ছিল চুম্বনের দৃশ্যের শুট। তিনি নাকি বেমালুম ভুলেই গিয়েছিলেন। এদিকে বিপাশা মোটেও চাননি মাধবনের সঙ্গে এই দৃশ্য করতে।

6 / 8
কারণ মাধবনের স্ত্রী তাঁর ভীষণ কাছের বন্ধু। তাই অস্বস্তি কাজ করছিল। যদিও পরিচালক তাঁকে শেষ পর্যন্ত রাজি করিয়ে ফেলেছিলেন।

কারণ মাধবনের স্ত্রী তাঁর ভীষণ কাছের বন্ধু। তাই অস্বস্তি কাজ করছিল। যদিও পরিচালক তাঁকে শেষ পর্যন্ত রাজি করিয়ে ফেলেছিলেন।

7 / 8
তবে শুট করে বিপাশা নিজের রুমে ছুটে চলে যান। আর বেরতে পারেননি অনেকটা সময়। পড়ে জানা যায়, পিঁয়াজের গন্ধে তাঁর শরীর খারাপ করছিল।

তবে শুট করে বিপাশা নিজের রুমে ছুটে চলে যান। আর বেরতে পারেননি অনেকটা সময়। পড়ে জানা যায়, পিঁয়াজের গন্ধে তাঁর শরীর খারাপ করছিল।

8 / 8
Follow Us:
বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক অবস্থান কতটা পাল্টেছে ভারতের?
বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক অবস্থান কতটা পাল্টেছে ভারতের?
সুনীতায় মাথায় ফ্লুয়িড জমছে! কবে ফিরতে পারবেন, এখন কেমন আছেন তিনি?
সুনীতায় মাথায় ফ্লুয়িড জমছে! কবে ফিরতে পারবেন, এখন কেমন আছেন তিনি?
দর দর করে ঘাম, কিছুক্ষণেই মৃত্যু! মারণ রোগে প্রাণ হারাচ্ছে শিশুরা
দর দর করে ঘাম, কিছুক্ষণেই মৃত্যু! মারণ রোগে প্রাণ হারাচ্ছে শিশুরা
জিরো ডিগ্রিতেও পথে নামছেন হাজার হাজার মানুষ, পুতিনের দেশে কী হচ্ছে?
জিরো ডিগ্রিতেও পথে নামছেন হাজার হাজার মানুষ, পুতিনের দেশে কী হচ্ছে?
বাংলাদেশ থেকে কীভাবে হয় অনুপ্রবেশ?
বাংলাদেশ থেকে কীভাবে হয় অনুপ্রবেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল