১৩ বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘বচনা অ্যায় হসিঁনো’ ছবিতে রণবীর-বিপাশার অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে প্রশংসা কম হয়নি। ‘ক্যাসানোভা’ রণবীর এবং ‘স্মল টাউন গার্ল’ বিপাশার অভিনয়ের চমকে মুদ্ধ হয়েছিল দর্শক। সেই জুটি আবার পর্দায় ফিরতে চলেছে। না এবার বিগ স্ক্রিনে নয়, এক বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে রণবীর কাপুর এবং বিপাশা বাসুকে।
ডুয়ো একসঙ্গে ছবিও তোলেন শুটিং সেটে। আর তা পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন গালে গোলাপী! বিশ্বনাথের রাজনীতির ‘রং’ খুঁজছেন নেটিজেনরা
প্রসঙ্গত কিছু দিন আগে কোভিডে আক্রান্ত হন অভিনেতা রণবীর কাপুর। এবং সে কারণে তাঁর আসন্ন ছবি ‘ব্রহ্মাস্ত্র’-র প্রোমো শুটিংও বাতিল করতে হয়। রণবীর কাপুর ছাড়াও ‘ব্রহ্মাস্ত্র’-এ অভিনয় করেছেন আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, মৌনি রায় এবং নাগরজুনা। ছবিতে শাহরুখ খান বিশেষ উপস্থিতি রয়েছে। তিন পার্টে ‘সাই-ফাই’ ছবিটি মুক্তি পেতে চলেছে। পরিচালনার দায়িত্বে রয়েছেন অয়ন মুখার্জি, যিনি এর আগে ‘ওয়েক আপ সিড’ (২০০৯) এবং ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ (২০১৩) পরিচালনা করেছিলেন। এছাড়া, ‘অ্যানিমেল’ ছবিতে অভিনয় করছেন, রণবীর।
তিনি ছাড়াও ছবিতে রয়েছেন অনিল কাপুর, ববি দেওল, পরিনীতি চোপড়া। ছবির প্রযোজক একজন নন, তিন-তিনজন। ভূষণ কুমার, প্রণয় রেড্ডি ভাঙ্গা কৃষ্ণন কুমার ও মুরাদ খেতানি। পরিচালক, ‘কবির সিং’ খ্যাত সন্দীপ রেড্ডি ভাঙ্গা। পরিচালকের পরপর দুটো ব্লকবাস্টার হিট ছবি করেছেন। তবে এই প্রথম রণবীরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।
অন্যদিকে কিছুদিন আগে ‘ডেঞ্জারাস’ নামক এক ওয়েব-সিরিজের মাধ্যমে ওটিটিতে ডেবিউ করেন বিপাশা।