গালে গোলাপী! বিশ্বনাথের রাজনীতির ‘রং’ খুঁজছেন নেটিজেনরা

অভিনেতা বিশ্বনাথ বসুর দোলৎসব শুরু হয়ে গেল এক সপ্তাহ আগেই।

গালে গোলাপী! বিশ্বনাথের রাজনীতির 'রং' খুঁজছেন নেটিজেনরা
কনীনিকা বন্দ্যোপাধ্যায় মানালি দে এবং বিশ্বনাথ বসু।
Follow Us:
| Updated on: Mar 21, 2021 | 4:03 PM

পরের রোবাবর, পাড়ার মোড়ে গান গান বাজবে—‘খেলব হোলি রং দেব না, তাই কখনও হয়।’ কারণ সেদিন বাঙালির রঙের উৎসব। লাল-নীল-বেগনি রঙে সাজবে মুখ। ফেসবুক-ইনস্টাতে ভরে যাবে বসন্তের ছবিতে। তবে অভিনেতা বিশ্বনাথ বসুর দোলৎসব শুরু হয়ে গেল এক সপ্তাহ আগেই!

 

আরও পড়ুন অনস্ক্রিন চুমু কি তাঁর কাছে অভিশাপ ছিল? কী বললেন ইমরান

 

আজ রবিবাসরীয় সেলফি পোস্টে দেখা গেল তাঁকে গোলাপি আবিরে। সাদা পাঞ্জাবি। মুখে চওড়া হাসি। চোখে সানগ্লাস। গালে লেগে থাকা আবির বুঝিয়ে দিল ‘আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে/এত বাঁশি বাজে, এত পাখি গায়/ সখীর হৃদয় কুসুম-কোমল/কার অনাদরে আজি ঝরে যায়।’

পোস্ট করা সেলফিতে বিশ্বনাথ একা নেই। রয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং মানালি দে। তাঁদের গালে লেগে আছে বসন্তের গোলাপি রঙ। দু’জনেই পরে রয়েছেন বাসন্তী রঙের শাড়ি। ছবি পোস্ট করে বিশ্বনাথ ক্যাপশনে লেখেন বুদ্ধিদীপ্ত ওয়ান লাইনার। তিনি লেখেন—‘মুখার্জিদা ও মুখার্জিদার মধ্যে প্রাক্তনী একেই বলে কালারফুল কপাল’।

 

 

‘উইন্ডোজ’ প্রযোজিত ছবি ‘মুখার্জিদার বউ’তে বিশ্বনাথ এবং কনীনিকা, স্বামী-স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেছেন। আবার শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘প্রাক্তন’ বিশ্বনাথ এবং মানালি হানিমুন পিরিয়ড থেকে ফেরা এক দম্পতির ভূমিকায় অভিনয় করেছিলেন। বিশ্বনাথ বসুর পোস্ট করা ছবি এবং ক্যাপশনে লাইক-কমেন্ট বাড়ছে হু-হু করে। কেউ বলছেন ‘ভেরি নাইস’ তো কেউ লিখছেন, ‘বিউটিফুল পিক’!

টলিউড ইন্ডাস্ট্রির সেলেবরা দোলের রঙে মাতেননি, তার আগেই রাজনৈতিক রঙে মেতে উঠছেন অভিনেতা-অভিনেত্রী। তবে বিশ্বনাথ রাজনৈতিক রঙ-কে দূরে রেখে দোলের রঙ-কেই আপন করে নিলেন।

তবে কমেন্ট বক্সে রয়েছে রাজনৈতিক ‘বিস্ময়’। এক জনৈকের কমেন্ট, ‘দাদা ভোটের বাজারে আপনি অনুপস্থিত!’  না কমেন্টের কোনও উত্তর দেননি বিশ্ননাথ।