জন্মের পর হৃদযন্ত্রে দুটো ফুটো দেবীর, এখন কেমন আছে বিপাশা বসুর কন্যা?

Sneha Sengupta |

Feb 02, 2024 | 5:10 PM

Bipasha Basu Daughter: ২০২৩ সালে জন্ম হয় দেবীর। একদিকে দেবীর আগমনে আনন্দ, অন্যদিকে তাঁর অসুস্থতার কথা শুনে সকলে আতঙ্কিত। করণ জানিয়েছেন, দুধের শিশু দেবীর এই অবস্থা দেখে ভীষণই ভেঙে পড়েছিলেন বিপাশা। তাঁর অস্ত্রোপচার হওয়ার পর বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিল দেবী। ধীরে-ধীরে সুস্থ হয়েছে সে।

জন্মের পর হৃদযন্ত্রে দুটো ফুটো দেবীর, এখন কেমন আছে বিপাশা বসুর কন্যা?
সপরিবারে বিপাশা।

Follow Us

১৪ মাস বয়স হয়েছে বিপাশা বসুর কন্যা দেবীর। ফুটফুটে একটি মেয়ে সে। বিপাশা এবং তাঁর স্বামী অভিনেতা করণ সিং গ্রোভারের পৃথিবী জুড়ে সে-ই। কিন্তু সন্তান জন্মের তিনদিন পরই জানা যায় দেবীর হৃদ্য যন্ত্রে রয়েছে দুটি ফুটো। ১২-১৪ ঘণ্টা অস্ত্রোপ্রচার করা হয় দেবীর শরীরে।

২০২৩ সালে জন্ম হয় দেবীর। এখন ১৪ মাস বয়স তাঁর। একদিকে দেবীর আগমনে আনন্দ, অন্যদিকে তাঁর অসুস্থতার কথা শুনে সকলে আতঙ্কিত। করণ জানিয়েছেন, দুধের শিশু দেবীর এই অবস্থা দেখে ভীষণই ভেঙে পড়েছিলেন বিপাশা। তাঁর অস্ত্রোপচার হওয়ার পর বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি ছিল দেবী। ধীরে-ধীরে সুস্থ হয়েছে সে।

তাঁদের এই কঠিন সময়ের কথা সম্প্রতি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরেছিলেন বিপাশার স্বামী করণ সিং গ্রোভার। তিনি বলেছেন, সময়টা আমাদের জন্য একদমই সহজ ছিল না। দেবীর হৃদযন্ত্রের দুটি ফুটো আছে এমন খবর জানার পর কান্নায় ভেঙে পড়েছিলেন বিপাশা। পরিবারের বয়স্কদের কথা ভেবে আমরা বিষয়টা লুকিয়ে গিয়েছিলাম প্রথমে। এটা তো হজম করার মতো খবর নয়। গোটা লড়াইটা আমরা লড়েছিলাম একে-অপরের পাশে থেকে। আমাদের মেয়ে একজন সত্যিই লড়াকু বাচ্চা। সব অর্থই ও দেবী। হৃদযন্ত্রের দুটি ফুটো প্রচার করে ঠিক করা হয়েছে। ও এখন ভাল আছে, সুস্থ আছে। ও আমার ‘ফাইটার’।”

সম্প্রতি মুক্তি পেয়েছে হৃত্বিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি ‘ফাইটার’। সেই ছবিতে খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন করণ। ছবির সাফল্য নিয়ে কথা বলতে গিয়ে এতকিছু বলেছেন তিনি।

Next Article