মাত্র ৩২ বছর বয়সে বিতর্কিত অভিনেত্রী পুনম পান্ডের মৃত্যুতে হতবাক গোটা দেশ। মাত্র দিন তিনেক আগেই পার্টিতে এসেছেন যিনি, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, পাপারাৎজির সামনে পোজ দিয়েছেন, সেই তিনিই আর নেই! বিশ্বাসই করতে পারছেন না অনেকেই। পুনমের টিম জানিয়েছে, জরায়ু মুখের ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। অথচ, তাঁর যে ক্যানসার হয়েছে সে কথা জানতেন না তাঁর নিকট আত্মীয়রাও! ক্যানসারের কোনও লক্ষণও ফুটে ওঠেনি শরীরে। ছবি দেখে এমনটাই বলছেন প্রায় সকলেই। তবে পুনম কি বুঝেছিলেন আর বেশিদিন নেই তিনি? Instant Bollywood-নামে এক পাপারাৎজি অ্যাকাউন্টের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। পুনমের শেষ সাক্ষাৎকার বলে সেখানে যে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে তা শুনলে রীতিমতো চমকে যেতে হয়। সেজেগুজে এক পার্টিতে এসেছিলেন পুনম। তাঁকে দেখে বোঝার উপায় নেই যে তিনি অসুস্থ। পুনম বলছেন, “সামনে এত বড় একটা খবর দিতে চলেছি। আমার খুব ভাল লাগে সবাইকে সারপ্রাইজ দিতে। যখন কেউ মনে করে এই মেয়ে শুধরে যাচ্ছে তখন সারপ্রাইজ দিতে আরও মজা লাগে।”
কোন সারপ্রাইজের ইঙ্গিত দিতে চলেছিলেন তিনি? বুঝতেই পেরেছিলেন মৃত্যু আসন্ন? এই প্রশ্নই এখন করছেন সকলে? পাশাপাশি তাঁদের আফসোস, ‘সবটা জেনেও কেন লুকিয়ে গিয়েছিলেন পুনম?কেন কাউকে কিচ্ছু জানতে দেননি? পুনমের ম্যানেজারের তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশে তাঁর দেশের বাড়িতে নায়িকার শেষ কাজ সম্পন্ন হবে। এই সময়টা যেন তাঁদের একা ছেড়ে দেওয়া হয়, এমনটাই আর্জি জানিয়েছেন তাঁরা।
প্রসঙ্গত, পুনমের মৃত্যু নিয়ে মুখ খুলেছেন তাঁর ম্যানেজার পুনম পান্ডে। তিনি বলেন, “কিছুদিন আগে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন পুনম। তাঁর ক্যানসার শেয পর্যাযে পোঁছে গিয়েছিল। নিজের জন্মস্থান উত্তরপ্রদেশে ছিলেন পুনম। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।”