AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মধ্যরাতে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে গোবিন্দা, এখন কেমন আছেন?

কিছুদিন আগেও গোবিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০২৪ সালে অক্টোবরে নিজের বাড়িতে এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। লাইসেন্সপ্রাপ্ত বন্দুক পরীক্ষা করার সময় সেটি হাত থেকে পড়ে গিয়ে গুলি লাগে তাঁর পায়ে। সেই সময়ও তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে।

মধ্যরাতে আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে গোবিন্দা, এখন কেমন আছেন?
| Edited By: | Updated on: Nov 12, 2025 | 12:29 PM
Share

বলিপাড়ায় যেন একের পর এক বিপদ লেগেই রয়েছে। বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র এবং প্রেম চোপড়ার অসুস্থতার খবরের পর এবার হাসপাতালে ভর্তি হলেন গোবিন্দ। সোমবার গভীর রাতে মুম্বইয়ের এক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। অভিনেতার আইনজীবী বন্ধু ললিত বিন্দাল জানিয়েছেন, বাড়িতে হঠাৎই জ্ঞান হারান নায়ক। বর্তমানে তাঁকে রাখা হয়েছে এমার্জেন্সি কেয়ার ইউনিটে (ECU), প্রাথমিক পর্যায়ে সমস্ত রকমের পরিসেবা দেওয়া হচ্ছে তাঁকে।

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, “গোবিন্দ হঠাৎ অসুস্থ বোধ করলে পরিবারের সদস্যরা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ানো হলেও তাতে অবস্থার উন্নতি হয়নি। এরপর রাত প্রায় ১টা নাগাদ জরুরি ভিত্তিতে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।” চিকিৎসকেরা দ্রুত একাধিক পরীক্ষা করেন এবং হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

প্রসঙ্গত, মাত্র একদিন আগেই, অর্থাৎ ১০ নভেম্বর, ধর্মেন্দ্রকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন গোবিন্দ। সেই সাক্ষাতের কিছু ঘণ্টার মধ্যেই নিজেই অসুস্থ হয়ে পড়েন এই ‘হিরো নম্বর ১’। অভিনেতার হঠাৎ শারীরিক অবনতি অনুরাগীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে, অনেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। বয়স ৬১, তাই বিশেষ নজরদারিতেই রাখা হচ্ছে তাঁকে।

উল্লেখ্য, তবে কিছুদিন আগেও গোবিন্দাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০২৪ সালে অক্টোবরে নিজের বাড়িতে এক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। লাইসেন্সপ্রাপ্ত বন্দুক পরীক্ষা করার সময় সেটি হাত থেকে পড়ে গিয়ে গুলি লাগে তাঁর পায়ে। সেই সময়ও তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। বর্তমানে চিকিৎসকেরা জানিয়েছেন, গোবিন্দের শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে পুরোপুরি পর্যবেক্ষণে রাখা হয়েছে।