কাজের অভাব, রোজগার বন্ধ, টাকা নেই বলেই ইমরানকে ছাড়েন স্ত্রী অবন্তিকা; করুণ পরিণতি অভিনেতার

Sneha Sengupta |

Jan 16, 2024 | 11:56 AM

Imran Khan: শোনা যায়, টানা কাজের অভাবে ইমরানের রোজগার বন্ধ হয়ে যাওয়ার কারণে অবন্তিকা নাকি স্বামীর উপর তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন। প্রচণ্ড রেগে গিয়েছিলেন তিনি। তাঁদের টাকা নাকি আসত অবন্তিকার বাপের বাড়ি থেকে। সেই অসম্মানের কারণে স্বামীর ঘর ত্যাগ করেছিলেন অবন্তিকা। তারপর হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন ইমরান।

কাজের অভাব, রোজগার বন্ধ, টাকা নেই বলেই ইমরানকে ছাড়েন স্ত্রী অবন্তিকা; করুণ পরিণতি অভিনেতার
ইমরান খান।

Follow Us

আমির খানের ভাইপো তিনি। ইমরান খান এক ‘চকোলেট হিরো’। এক দশক আগে, অর্থাৎ, ২০০৮ সালে মুক্তি পায় তাঁর প্রথম পরিচালিত ছবি ‘জানে তু ইয়া জানে না’। জেনেলিয়া দেশমুখ (তখন ছিলেন জেনেলিয়া ডি’সুজ়া) ছিলেন তাঁর নায়িকা। দুই বেস্টফ্রেন্ডের গল্প বলেছিল সেই ছবি। নারী-পুরুষ বেস্টফ্রেন্ড আসলে প্রেমিক-প্রেমিকা–সেইটাই ছিল গল্পের মূল উপজীব্য। ছবিতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ইমরান, জেনেলিয়া এবং অন্যান্য শিল্পী-কলাকুশলীরা। সেই সময় ইমরান-জেনেলিয়ার বয়সও ছিল অত্যন্ত কম। ছবি ব্লকবাস্টার হয়। ওই প্রথম এবং ওই শেষ। ইমরানের আর কোনও ছবিই তেমনভাবে পারফর্ম করতে পারেননি বক্স অফিসে। আমির খানের ভাইপো হওয়া সত্ত্বেও মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যেতে শুরু করেন তিনি।

হাতে কাজ নেই। আর্থিক অভাবে ভুলতে থাকেন ইমরান। ‘জানে তু ইয়া জানে না’ মুক্তির পর ২০১০ সালে প্রেমিকা অবন্তিকা মালিককে বিয়ে করেন ইমরান। এই অবন্তিকা একদা ছিলেন রণবীর কাপুরের প্রেমিকা। সেই অবন্তিকাকে বিয়ে করেন ইমরান। এবং টানা চার বছর সংসার করার পর ২০১৫ সালে ইমরানের বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন অবন্তিকা। বিয়ের দু’বছরের মাথায় কন্যা সন্তানের জন্ম হয় ইমরান-অবন্তিকার। শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার সময় মেয়েকে সঙ্গে নিয়েই বেরিয়ে এসেছিলেন অবন্তিকা।

শোনা যায়, টানা কাজের অভাবে ইমরানের রোজগার বন্ধ হয়ে যাওয়ার কারণে অবন্তিকা নাকি স্বামীর উপর তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন। প্রচণ্ড রেগে গিয়েছিলেন তিনি। তাঁদের টাকা নাকি আসত অবন্তিকার বাপের বাড়ি থেকে। সেই অসম্মানের কারণে স্বামীর ঘর ত্যাগ করেছিলেন অবন্তিকা। তারপর হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিলেন ইমরান।

সম্প্রতি তুতো বোন (পড়ুন আমির খানের মেয়ে) ইরা খানের বিয়েতে এসেছিলেন ইমরান। কিন্তু তিনি একা আসেননি সেখানে। সঙ্গে এসেছিলেন এক সুন্দরীও। কে তিনি? তাঁর নাম লেখা ওয়াশিংটন। তিনি একজন অভিনেত্রী। তাঁদের ডেটিং গুঞ্জন শোনা যাচ্ছে।

Next Article