অভিষেক বচ্চনকে ডিভোর্স? অবশেষে স্পষ্ট কথা জানিয়ে দিলেন ঐশ্বর্য
প্রথমে পাপারাজ্জিদের সম্পর্কে মন্তব্য করায়, জয়াকে বয়কটের ডাক। আর এবার খবরে চলে এলেন বচ্চন পরিবারের ঘরের বউ ঐশ্বর্য রাই বচ্চন। নিজের কেরিয়ার, দাম্পত্য নিয়ে কথা বলেই এই মুহূর্তে খবরে উঠে এসেছেন ঐশ্বর্য। ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বর্যকে প্রশ্ন করা হয়, যে হাতে কম ছবি থাকায়, তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন কিনা।

বিনোদনের খবরে ফের শিরোনাম বলিউডের বচ্চন পরিবার। প্রথমে পাপারাজ্জিদের সম্পর্কে মন্তব্য করায়, জয়াকে বয়কটের ডাক। আর এবার খবরে চলে এলেন বচ্চন পরিবারের ঘরের বউ ঐশ্বর্য রাই বচ্চন। নিজের কেরিয়ার, দাম্পত্য নিয়ে কথা বলেই এই মুহূর্তে খবরে উঠে এসেছেন ঐশ্বর্য।
ব্য়াপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি হলিউড রিপোর্টার ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বর্যকে প্রশ্ন করা হয়, যে হাতে কম ছবি থাকায়, তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন কিনা। এই প্রশ্নের উত্তরে ঐশ্বর্যর সাফ জবাব, ”কেরিয়ারের শুরুতেও নিরাপত্তাহীনতায় ভুগিনি। এখনও ভুগিনা।”
ঐশ্বর্য বলেন, ”আমি বরাবরই জীবনে কোনটা গুরুত্বপূর্ণ, সেটা খুব স্পষ্ট করেনি। বিয়ের আগে আমার কেরিয়ারকে বেশি প্রায়োরিটি দিয়েছি। বিয়ের পর সংসারকে গুরুত্বকে দিচ্ছি। আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমার মেয়ে আরাধ্যাকে সময় দেওয়া। তারপর আমার স্বামী অভিষেকের সঙ্গে সময় কাটানো। তাই অন্য কিছু নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগিনি। বেছে ছবি করি। ”
ঐশ্বর্য এক ঢিলে যেন দু-পাখি মারলেন। একদিকে নিজের কেরিয়ারের ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে তিনি তা স্পষ্ট করলেন। পাশাপাশি বুঝিয়ে দিলেন অভিষেকের সঙ্গে তাঁর সম্পর্ক একেবারে অটুট। ডিভোর্সের খবরটা যে একেবারেই রটনা, তা স্পষ্ট করে দিলেন অভিষেক বচ্চন ঘরনি।
২০০৭ সালে জাঁকজমক ভাবে অভিষেকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ঐশ্বর্য রাই বচ্চন। তার আগে বেশ কয়েক বছর ধরে তাঁরা প্রেম করেছেন। ২০১১ সালে কন্য়া সন্তান আরাধ্যার জন্ম দেন ঐশ্বর্য। তবে গত দুবছর থেকেই রটেছে, অভিষেক ও ঐশ্বর্যর দাম্পত্য নাকি ভাঙতে বসেছে। তবে এই নিয়ে নানা কিছু রটলেও, মুখ খোলেননি অভিষেক ও ঐশ্বর্য।
