Donald Trump Peace Prize: শান্তি পুরস্কার পেয়েই ট্রাম্পের মুখে ‘ভারত-পাকিস্তান’, প্রশ্নের মুখে ফিফা কর্তা
FIFA Peace Prize: শুক্রবার অনুষ্ঠানের মাঝে মার্কিন প্রেসিডেন্টের হাতে ওই সদ্য তৈরি হওয়া শান্তি পুরস্কারটি তুলে দেন ফিফার প্রধান জিয়ান্নি ইনফ্যান্টিনো। ফিফার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চেই কার্যত স্বপ্নপূরণ হয় ডোনাল্ড ট্রাম্পের। অবশ্য কারওর কারওর কাছে এটা 'দুধের স্বাধ ঘোলে মেটানোর সমান'।

নয়াদিল্লি: স্বপ্নপূরণ, কিন্তু শর্টকাটে! আপাতত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কীর্তি’ দেখে এমনই বলছে ওয়াকিবহাল মহল। আমেরিকার ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার পারফর্মিং আর্টস সেন্টারে বসেছে বিশ্বকাপ ফুটবল গ্রুপবিন্যাসের আসর। সেখানেই মার্কিন প্রেসিডেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে শান্তি পুরস্কার। আটটি যুদ্ধ থামিয়ে যে শান্তি পুরস্কারের দিন গুনছিলেন ডোনাল্ড ট্রাম্প। তা নোবেল কমিটির হাত দিয়ে না পেলেও পেলেন ফিফার হাত দিয়ে।
শুক্রবার অনুষ্ঠানের মাঝে মার্কিন প্রেসিডেন্টের হাতে ওই সদ্য তৈরি হওয়া শান্তি পুরস্কারটি তুলে দেন ফিফার প্রধান জিয়ান্নি ইনফ্যান্টিনো। ফিফার উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চেই কার্যত স্বপ্নপূরণ হয় ডোনাল্ড ট্রাম্পের। অবশ্য কারওর কারওর কাছে এটা ‘দুধের স্বাধ ঘোলে মেটানোর সমান’। আর এই ঘটনার পর ফিফা প্রধানকে নিয়েও উঠে গিয়েছে একাধিক প্রশ্ন।
নভেম্বরে সূচনা
অক্টোবরে শান্তি পুরস্কার দিল নোবেল কমিটি। চলতি বছরের শান্তির প্রতীক হন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। ছিটকে যান ট্রাম্প। এরপর নভেম্বরেই সূচনা হয় ‘ফিফা শান্তি পুরস্কারের’। যার প্রথম প্রাপক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরাবরই ফিফার বিরুদ্ধে ‘পক্ষপাতের’ অভিযোগ তুলেছেন একাংশ। অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে। একাংশের মতে, বর্তমান ফিফা প্রধান জিয়ান্নি ইনফ্যান্টিনো আবার ট্রাম্প ঘনিষ্ট। আর তিনি যখন এই শান্তি পুরষ্কার পেলেন, তার ২৪ ঘণ্টা আগেই ট্রাম্প সেনা হামলা চালিয়েছে ক্যারিবিয়ান সাগরে। যার জেরে প্রাণ গিয়েছে ৪ জনের।
ভারত-পাকিস্তান যুদ্ধ
এই অনুষ্ঠানে যোগ দিয়েও ভারত-পাকিস্তান যুদ্ধের কথা তুলতে ভুললেন না মার্কিন প্রেসিডেন্ট। সংশ্লিষ্ট অনুষ্ঠানে একটি ভিডিয়ো চালানো হয়। যাতে দেখা যায়, কীভাবে বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতি সামলেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই ভিডিয়োয় ট্রাম্পের সঙ্গে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে ট্রাম্প বলেন, ‘সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছি আমরা। কঙ্গোতে এক কোটি মানুষ মারা গিয়েছিলেন। পরিস্থিতি যে দিকে এগোচ্ছিল তাতে আরও এক কোটি মানুষ আরও মারা যেতেন। ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে আমরা ওই দুই দেশের যুদ্ধ শুরু হওয়ার আগেই তা থামিয়ে দিয়েছি।’
