Humayun Kabir: এক ব্যক্তি ৮০ কোটি টাকা দিচ্ছেন হুমায়ুনের ‘বাবরি’ নির্মাণে, কে তিনি?
Humayun Kabir: এই টাকার একটা পয়সাও তিনি সরকারের থেকে নেবেন না বলে জানিয়ে দিলেন হুমায়ুন। পুরোটাই সংখ্যালঘুদের অনুদানে। এদিনের মঞ্চ থেকেই হুমায়ুন জানিয়ে দিলেন, এক ব্যক্তি বাবরি মসজিদ নির্মাণের জন্য ৮০ কোটি টাকা অনুদান দিচ্ছেন। আর সেটাও এক মাসের মধ্যে। কিন্তু কে সেই ব্যক্তি? কী বললেন হুমায়ুন?

মুর্শিদাবাদ: পূর্বঘোষণা মতোই মুর্শিদাবাদের বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস করলেন হুমায়ুন কবীর। সাসপেন্ড হওয়া এই তৃণমূল বিধায়কের শিলান্যাস কর্মসূচি ঘিরে কম জলঘোলা হয়নি। হাইকোর্টের থেকে সবুজ সঙ্কেত মিলতেই মহা সমারোহে কর্মসূচি সম্পন্ন হল। বাবরি মসজিদ তৈরি করতে খরচ হবে প্রায় ৩০০ কোটি টাকা। আপাতত এটাই বাজেট ধরা হয়েছে। তবে এই টাকার একটা পয়সাও তিনি সরকারের থেকে নেবেন না বলে জানিয়ে দিলেন হুমায়ুন। পুরোটাই সংখ্যালঘুদের অনুদানে। এদিনের মঞ্চ থেকেই হুমায়ুন জানিয়ে দিলেন, এক ব্যক্তি বাবরি মসজিদ নির্মাণের জন্য ৮০ কোটি টাকা অনুদান দিচ্ছেন। আর সেটাও এক মাসের মধ্যে। কিন্তু কে সেই ব্যক্তি? কী বললেন হুমায়ুন?
হুমায়ুনের কথায়, “এক জন রয়েছেন, তিনি নাম করতে বারণ করেছেন। আগামী ১ মাসের মধ্যে ৮০ কোটি টাকা আমার সংস্থাকে দেবে। কোম্পানি থেকে দেবে। টাকার কোনও অভাব হবে না। সরকারের টাকায় মসজিদ করব না। তাতে পবিত্রতা নষ্ট হবে।”
২৫ বিঘার জমি হাতে রয়েছে হুমায়ুনের। তার মধ্যে আপাতত ৩ কাঠা জমির ওপরেই মসজিদের জন্য ভিত্তিপ্রস্তর তৈরি হয়েছে। কেবল মসজিদ নয়, হুমায়ুন জানান, ২৫ বিঘা জায়গার মধ্যে ইসলামিক হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, হেলিপ্যাড, মুসাফিরখানা হবে।
সেই জায়গাটি বাছা হয়েছে, জাতীয় সড়ক থেকে খুব বেশি দূরে নয়। মেরেকেটে ৩০০ থেকে ৪০০ মিটার। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একটি ভোটের মুখে হুমায়ুনকে কেন্দ্র করে চূড়ান্ত বিড়ম্বনার পড়েছে তৃণমূল। সাংবাদিক বৈঠক করে তাঁকে সাসপেন্ড করা হলেও এই অস্বস্তি দলকে বহুদূরে বয়ে নিয়ে যেতে হতে পারে, তেমনটাই মনে করছেন অভিজ্ঞরা। বিরোধী দলনেতার মতে, সংখ্যালঘু কার্ড খেলছেন হুমায়ুন কবীর। আর তৃণমূলের দাবি, সংখ্যালঘু প্রার্থীর বিষয়ে মিথ্যে তথ্য দিচ্ছেন হুমায়ুন।
