AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সঞ্জয়ের ৩০ হাজার কোটির সম্পত্তিতে কত ভাগ পেলেন করিশ্মার ছেলে-মেয়ে? দিল্লি আদালতে যা জানাল পরিবার

করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ানের দাবি সঞ্জয়ের সম্পত্তি থেকে কোনও ভাগই পাননি তাঁরা। তাঁরা এতটাই সমস্যায় রয়েছেন যে স্কুলের মাইনেও দিতে পারছেন না। করিশ্মার সন্তানদের এমন দাবিকে ভুয়ো বলে জানিয়েছেন সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব। দিল্লি আদালতে জানিয়েছেন, সঞ্জয়ের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির মধ্যে করিশ্মার সন্তানরা পেয়েছেন ১৯০০ কোটি টাকা।

সঞ্জয়ের ৩০ হাজার কোটির সম্পত্তিতে কত ভাগ পেলেন করিশ্মার ছেলে-মেয়ে? দিল্লি আদালতে যা জানাল  পরিবার
| Updated on: Dec 06, 2025 | 4:45 PM
Share

করিশ্মার প্রাক্তন স্বামী ব্যবসায়ী সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি নিয়ে আইনি লড়াই চলছে। যতদিন যাচ্ছে, জটিলতা বাড়ছে করিশ্মা কাপুর এবং সঞ্জয়ের বর্তমান স্বামী প্রিয়া সচদেবের মধ্যে। মূলত, সঞ্জয়ের সম্পত্তিতে করিশ্মার দুই সন্তানের ভাগ নিয়েই আদালতে লড়ছেন করিশ্মা ও প্রিয়া।

করিশ্মার দুই সন্তান সামাইরা ও কিয়ানের দাবি সঞ্জয়ের সম্পত্তি থেকে কোনও ভাগই পাননি তাঁরা। তাঁরা এতটাই সমস্যায় রয়েছেন যে স্কুলের মাইনেও দিতে পারছেন না। করিশ্মার সন্তানদের এমন দাবিকে ভুয়ো বলে জানিয়েছেন সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব। দিল্লি আদালতে জানিয়েছেন, সঞ্জয়ের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির মধ্যে করিশ্মার সন্তানরা পেয়েছেন ১৯০০ কোটি টাকা। শুধু তাই নয়, করিশ্মার সন্তানদের প্রতি যাবতীয় দায়িত্ব পালন করেছেন প্রিয়া। এমনকী, সন্তানদের কলেজের মাইনেও দিয়েছেন তিনি।

তবে এই বচসায় করিশ্মার তরফেই রয়েছেন সঞ্জয়ের মা ও বোনেরা। সঞ্জয়ের মায়ের অভিযোগ প্রিয়া নাকি তাঁর ছেলের সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছে। তাঁর কাছ থেকে সব অধিকারও কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ সঞ্জয়ের মায়ের। এই দাবিও নসাৎ করেছেন প্রিয়া। দিল্লি আদালতে প্রিয়া জানিয়েছেন, স্বামী সঞ্জয় বেঁচে থাকতে, তাঁর মাকে যে পরিমাণ অর্থ দিতেন, তাই দেওয়া হচ্ছে।

২০০৩ সালে করিশ্মা কাপুরের সঙ্গে বিয়ে হয় সঞ্জয়ের। তাঁদের রয়েছে দুই সন্তানও। তবে কয়েক বছরের মধ্যেই তাঁদের দাম্পত্যে অশান্তি। শেষমেশ ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। বিচ্ছেদ হলেও, দেখা সাক্ষাৎ ছিল দুজনের। প্রাক্তন স্বামীর এমন মৃত্যুতে স্বাভাবিকভাবে ভেঙে পড়েছেন করিশ্মা। লন্ডনে পোলো খেলতে গিয়ে গলায় মৌমাছি ঢুকে এবং তারপর হার্ট অ্যাটকের কারণেই মৃত্যু হয় করিশ্মার স্বামী সঞ্জয় কাপুরের।